ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪

নারী এশিয়া কাপ: বৃষ্টি বাধায় বাংলাদেশ-শ্রীলঙ্কার খেলা বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ১০ অক্টোবর ২০২২

সিলেটে বৃষ্টির কারণে এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি আপাতত বন্ধ রয়েছে। বৃষ্টি নামার আগে পর্যন্ত শ্রীলঙ্কা ১৮ ওভার ১ বলে পাঁচ উইকেটে ৮৩ রান সংগ্রহ করেছে। এ পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২৮ রানা করেন নীলাক্ষী ডি সিলভা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন রুমানা আহমেদ।

নারী এশিয়া কাপে চার ম্যাচে দুই জয়ে পয়েন্ট তালিকায় বর্তমানে পাঁচ নম্বরে আছে বাংলাদেশ। এর ফলে সেমিফাইনাল খেলার সমীকরণটা বাংলাদেশের জন্য কঠিন করে হয়ে গেছে। তাই গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে টাইগ্রেসরা।

সোমবার (১০ অক্টোবর) সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটিতে শ্রীলঙ্কার সঙ্গে জেতার বিকল্প নেই বাংলাদেশের সামনে।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা।

সেমিফাইনালে উঠতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলার বাঘিনীদের। পাকিস্তান আর ভারতের কাছে হেরে চার ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে নেমে গেছে বাংলাদেশ। থাইল্যান্ডও রয়েছে বাংলাদেশের উপরে। শ্রীলংকার বিপক্ষে জিততে পারলে নিজেদের ঘুরে দাঁড়ানোর পাশাপাশি সেমিতে ওঠার পথটা সুগম করতে পারবে স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশ
মুর্শিদা খাতুন, ফারজানা হক, নিগার সুলতানা, রিতু মনি, ফাহিমা খাতুন, রুমানা আহমেদ, সোহেলী আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার, সোবহানা মোস্তারি।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি