ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বৃষ্টি আইনে বাঘিনীদের লাগবে ৭ ওভারে ৪১ রান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ১০ অক্টোবর ২০২২

বৃষ্টির আগে ১৮.১ ওভারে শ্রীলঙ্কা করে ৮৩ রান। এরপর বন্ধ হয়ে যায় খেলা। ডিএলএস মেথডে তাই নতুন লক্ষ্য পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১০ টা ১৮ মিনিটে নামে বৃষ্টি। টানা ৩০ মিনিট ধরে চলে বর্ষণ। মাঠ প্রস্তুত করে আবার খেলা শুরুর সময় ঠিক হয় ১১টা ৫০ মিনিটে। শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যায় তখনই।

বৃষ্টি আইনে ম্যাচ জিততে বাংলাদেশের লক্ষ্য ঠিক হয়েছে ৭ ওভারে  ৪১ রানের। খেলা যদি অন্তত ৫ ওভার হয় তাহলে বাংলাদেশকে করতে হবে ৩০ রান।

মেয়েদের এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আগে বোলিং বেছে ম্যাচের লাগাম নেয় বাংলাদেশের মেয়েরা।

ফারিহা তৃষ্ণার জায়গায় এদিন একাদশে ফেরানো হয় অভিজ্ঞ জাহানারা আলমকে। এই সিদ্ধান্তের প্রতিদানও দ্রুতই দেন তিনি। দ্বিতীয় ওভারে চামারি আতাপাত্তুকে ভেতরে ঢোকানো বলে বোল্ড করে দেন জাহানারা।

হারশিতা সামারাবিক্রমা ও আনুশকা সঞ্জীবনী মিলে ইনিংস গড়ায় মন দেন। কিন্তু একের পর এক ডট বলের চাপ সরাতে পারেননি। ৮ম ওভারে আসে দ্বিতীয় উইকেট। হারশিতাকে কট বিহাইন্ডে ফেরান সানজিদা আক্তার মেঘলা। আম্পায়ারের সিদ্ধান্তে হতাশা জানাতে দেখা যায় হারশিতাকে। পরের ওভারেই রুমানা আহমেদের আচমকা নিচু হওয়া বলে আনুশকা ক্যাচ উঠিয়ে ফিরে যান। 

ফাহিমা তুলে নেন হাসিনি পেরেরাকে। রুমানা আহমেদ ফেরান কাবিশা দিলহারিকে। তবে নিলাক্ষী ডি সিলভা টানছিলেন তার দলকে। এই ব্যাটার ৩১ বলে অপরাজিত থাকেন ২৮ রান করে।

এই ম্যাচ জিততে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ। হেরে গেলে শঙ্কায় পড়ে যাবে শেষ চারের পথ।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি