ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এশিয়া কাপ শেষ, বৃষ্টির কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯, ১১ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

এশিয়া কাপের স্বপ্ন শেষ হয়ে গেল বাংলাদেশের মেয়েদের। সেমিফাইনালে উঠতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিততেই হতো তাদের। কিন্তু মাঠে নামার আগেই বৃষ্টি। সেই বৃষ্টিতেই স্বপ্ন ভেসে গেল বাঘিনীদের।

সিলেটে টানা বৃষ্টির কারণে ম্যাচ তো দূরের কথা, মাঠে টসই গড়ায়নি। ফলে আরব আমিরাতে বিপক্ষে খেলা হয়নি বাংলাদেশের, সঙ্গে বিদায় নিতে হয়েছে এশিয়া কাপ থেকে। নিজেদের মাঠে চ্যাম্পিয়ান তো দূরের কথা, দ্বিতীয় পর্বেই উঠতে পারল না মেয়েরা।

মঙ্গলবার সকালে টানা বৃষ্টিতে ভেস্তে যায় বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যকার ম্যাচ। মাত্র ছয় ম্যাচ খেলে দুটি জয় ও তিনটি হারে ৫ পয়েন্ট নিয়ে শেষ হয় বাংলাদেশের এশিয়া কাপ।

এদিকে বাংলাদেশের হতাশার দিনে ভাগ্য খুলল থাইল্যান্ড নারী দলের। বাংলাদেশ বাদ পড়ার সুবাদে প্রথমবারের মতো এশিয়া কাপের শেষ চারে উঠল থাইল্যান্ড।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি