ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৩, ১২ অক্টোবর ২০২২ | আপডেট: ০৮:৫৩, ১২ অক্টোবর ২০২২

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাঁচামরার লড়াইয়ের মুখে বাংলাদেশ। জয় না পেলে বিদায় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। এই সমীকরণের মুখে টস করতে নামেন সাকিব আল-হাসান। টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক।

আজ বুধবার ক্রাইস্টচার্চে ফিল্ডিংয়ে নেমে কিউইদের এক উইকেট তুলে নেন শরীফুল ইসলাম। ব্যক্তিগত ৩২ রানে অ্যালানকে ফিরিয়ে তাদের ৪৫ রনের ওপেনিং জুটি ভাঙেন শরিফুল ইসলাম। 

রিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৬ ওভারে ৫৪ রান।

বাংলাদেশ তাদের প্রথম দুই ম্যাচেই হেরেছে। অন্যদিকে তিন ম্যাচের দুটি জিতে ফাইনালে এক পা দিয়ে রেখেছে নিউজিল্যান্ড।

এই ম্যাচে বাংলাদেশ নেমেছে একাদশে তিনটি পরিবর্তন নিয়ে। দলে ঢুকেছেন সৌম‌্য সরকার, সাইফউদ্দিন ও ইবাদত হোসেন। একাদশ থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম‌্য সরকার, লিটন কুমার দাশ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি