ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে রোববার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৪, ১৫ অক্টোবর ২০২২

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে কাল। প্রথম পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে নামিবিয়া। 

সাইমন্ডস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রোববার সকাল দশটায়। অপর ম্যাচে দুপুর ২টায় আরব আমিরাত লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে। 

প্রথম পর্ব শেষে সুপার টুয়েলভের খেলা গড়াবে ২২ অক্টোবর থেকে।

চার-ছক্কার ধুমধাড়াক্কা, গ্যালারির হুল্লেড়। ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে পছন্দের সংস্করণ টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর অস্ট্রেলিয়ায়। 

সপ্তম আসরে ১৬টি দল নিয়ে এবারের আয়োজন। ২০২১ সালের ১৫ নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের যারা শীর্ষ আটে ছিলো তারা সরাসরি খেলবে সুপার টুয়েলভে। বাকি আট দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রথম পর্ব। প্রথম দিনে এ গ্রুপে শ্রীলঙ্কার প্রতিপক্ষ আফ্রিকার দেশ নামিবিয়া।

দুর্দান্ত ফর্মে আছে শ্রীলঙ্কা। এশিয়া কাপে সেরা লঙ্কানরা শক্তির বিচারে নামিবিয়ার তুলনায় অনেক এগিয়ে। তাই দাসুন শানাকার ভাবনায় শুধুই জয়।

একই দিনে এ গ্রুপের অন্য ম্যাচে নেদারল্যান্ডসেরর বিপক্ষে মাঠে নামবে সংযুক্ত আরব আমিরাত।

বিশ্বকাপের সুপার টুয়েলভে সরাসরি খেলবে বাংলাদেশ। ২৪ অক্টোবর এ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে মাঠের লড়াই শুরু সাকিবদের। পরীক্ষা-নিরীক্ষা শেষে সৌম্য সরকার ও শরীফুল ঢুকেছেন দলে। 

তরুণ এই দলটির কাছ থেকে সেরা খেলাটাই বের করতে চান নতুন কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি