টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু: প্রথম দিনে মুখোমুখি ৪ দল
প্রকাশিত : ০৮:২৮, ১৬ অক্টোবর ২০২২ | আপডেট: ০৮:৫৫, ১৬ অক্টোবর ২০২২
টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের পর্দা উঠছে আজ রোববার। প্রথম পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি নামিবিয়া। জিলংয়ের এন্ড্রু সাইমন্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। অপর ম্যাচে দুপুর ২টায় নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে আরব আমিরাত। প্রথম পর্ব শেষে সুপার টুয়েলভের খেলা গড়াবে ২২ অক্টোবর থেকে।
চার-ছক্কার ধুমধাড়াক্কা, গ্যালারির হুল্লোড়। ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে পছন্দের সংস্করণ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর এবার অস্ট্রেলিয়ায়।
৮ম আসরে ১৬টি দল নিয়ে এবারের আয়োজন। ২০২১ সালের ১৫ নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে যারা শীর্ষ আটে ছিলো, এবারে তারাই সরাসরি খেলবে সুপার টুয়েলভে। বাঁকি আট দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রথম পর্ব। যার প্রথম দিনে এ- গ্রুপে শ্রীলঙ্কার প্রতিপক্ষ আফ্রিকার দেশ নামিবিয়া।
দুর্দান্ত ফর্মে আছে শ্রীলঙ্কা। এশিয়া সেরা লঙ্কানরা শক্তির বিচারে নামিবিয়ার তুলনায় অনেক এগিয়ে। তাই দাসুন শানাকার ভাবনায় শুধুই জয়।
শ্রীলঙ্কা দল:
দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চরিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মাহিশ থিকশানা, জেফরি ভান্ডারসে, চামিকা করুণারত্নে, দুশমন্থা চামিরা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মদুশান।
নামিবিয়া দল:
গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), জেজে স্মিট, ডিভান লা কক, স্টিফেন বার্ড, নিকোল লোফটি ইটন, জ্যান ফ্রাইলঙ্ক, ডেভিড উইসে, রুবেন ট্রাম্পেলম্যান, জেন গ্রিন, বার্নার্ড শোল্টজ, টানজেনি লুঙ্গামেনি, মাইকেল ভ্যান লিংজেন, বেন শিকঙ্গো, কার্ল বার্কেনস্টক, লোহান লউরেন্স ও হেলাও ইয়া ফ্রান্স।
আজ একই দিনে এ-গ্রুপের অপর ম্যাচে নেদারল্যান্ডসেরর বিপক্ষে মাঠে নামবে সংযুক্ত আরব আমিরাত। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
নেদারল্যান্ডস দল:
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, শরিজ আহমেদ, লোগান ভ্যান বিক, টম কুপার, ব্র্যান্ডন গ্লোভার, টিম ভ্যান ডার গুগটেন, ফ্রেড ক্লাসেন, বাস ডি লিড, পল ভ্যান মিকেরেন, রোলেফ ভ্যান ডার মারউই, স্টেফান মাইবার্গ, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’ডউড, টিম প্রিঙ্গল ও বিক্রম সিং।
সংযুক্ত আরব আমিরাত:
সিপি রিজওয়ান (অধিনায়ক), বৃত্তি অরবিন্দ, চিরাগ সুরি, মুহাম্মদ ওয়াসিম, বাসিল হামিদ, আরিয়ান লাকরা, জাওয়ার ফরিদ, কাশিফ দাউদ, কার্তিক মেইয়াপ্পান, আহমেদ রাজা, জহুর খান, জুনায়েদ সিদ্দিক, সাবির আলী, আলিশান শরাফু, আয়ান খান।
এনএস//