ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

শততম ক্লাসিকো ৫১তম জয়ে রাঙালো রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২, ১৭ অক্টোবর ২০২২

গোল করার পর বেনজেমার উদযাপন

গোল করার পর বেনজেমার উদযাপন

এল ক্লাসিকোতে এখন আর সেই উত্তাপ নেই। আগে মাঠের রোমাঞ্চই ছিল সেরা উপভোগের বিষয়। এখন যেন পুরো উল্টো। অনেকটা একপেশেও। একবার বার্সেলোনা জিতলে আরেকবার রিয়াল মাদ্রিদ। যেমনটা দেখা রোববার রাতেও। এবারের ক্লাসিকোয় বার্সাকে ৩-১ গোলে পরাজিত করেছে লস ব্লাঙ্কোসরা।

সময়টা ভালো যাচ্ছিলো না করিম বেনজেমার। চোট কাটিয়ে মাঠে ফিরে গোল পাচ্ছিলেন না এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত বার্সেলোনার বিপক্ষেই করলেন গোল উদযাপন। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ১২তম মিনিটেই রিয়ালকে লিড এনে দেন বেনজেমা।

৩৫তম মিনিটে আরেকটা দারুণ সুযোগ আসে। এবার স্বাগতিকদের দ্বিতীয় সাফল্য উপহার দেন ফেদে ভালভার্দে। টানা দুই গোল হজম করা বার্সা তখনো কূল কিনারা করতে পারেনি। কাউন্টার অ্যাটাকে কিছুটা ভয় ধরালেও রিয়ালের রক্ষণ ভাঙা কঠিন হয়ে ওঠে লেভানডোস্কিদের জন্য।

শেষ পর্যন্ত ৮৩ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। এবার ফেরান তোরেস জাভির ডাগ আউটে কিছুটা স্বস্তি এনে দেন। তার গোলের পর অতিথিরা ম্যাচে ফেরার স্বপ্ন দেখে। কিন্তু যোগ করা মিনিটে রদ্রিগো পেনাল্টি থেকে রিয়ালকে তৃতীয় গোলটি পাইয়ে দিলেই সব আশা ভেস্তে যায় বার্সার।

এই জয়ে ৯ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে জায়গা করে নিলো রিয়াল। বার্নাব্যুতে এটি ছিল শততম প্রতিযোগিতামূলক ক্লাসিকো, যেখানে ৫১তম জয় তুলে নিল রিয়াল। 

অন্যদিকে, সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল বার্সেলোনা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি