ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আগেভাগেই সুপার-টুয়েলভ নিশ্চিত করতে চায় জিম্বাবুয়ে-স্কটল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৩, ১৮ অক্টোবর ২০২২

জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড দলের সদস্যরা

জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড দলের সদস্যরা

নিজেদের প্রথম ম্যাচে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অঘটনের জন্ম দিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছে স্কটল্যান্ড। এখন লক্ষ্য সুপার টুয়েলভের পথে এগিয়ে যাওয়া। সেই লক্ষ্যেই ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে স্কটিশরা। 

আইরিশদের হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখে সুপার টুয়েলভে খেলার পথ মসৃণ করতে চায় স্কটিশরা। অন্যদিকে হার দিয়ে আসর শুরু করলেও সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখতে জিততে মরিয়া আয়ারল্যান্ড।

হোবার্টের বেলেরিভ ওভালে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ইউরোপের এই দুটি দলের লড়াইটি।

এর আগে সোমবার টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ক্যারিবীয়রা যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন, সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ম্যাচে স্কটল্যান্ডের জয় ৪টি। তাই পরিসংখ্যান ও শক্তির বিচারে স্কটল্যান্ডের চেয়ে সবদিক দিয়েই এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। 

কিন্তু ২২ গজের লড়াইয়ে সব হিসাব-নিকাশ পাল্টে দেয় স্কটিশরা। পরিকল্পনামাফিক খেলে ওয়েস্ট ইন্ডিজকে ৪২ রানে হারিয়ে দেয় স্কটল্যান্ড। 

বোলারদের দুর্দান্ত বোলিং ছিলো চোখের পড়ার মত। ফিল্ডিং সেটআপের সঙ্গে মিল রেখে লাইন-লেন্থ বজায় রেখে বল করেন তারা। স্কটিশ বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজের নামী-দামী মারকুটে ব্যাটাররা। ৯ বল বাকী থাকতেই তারা গুটিয়ে যায় ১১৮ রানে। 

এর আগে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৬০ রান করেছিলো স্কটল্যান্ড। ওপেনার জর্জ মুনসে ৯টি চারে ৫৩ বলে সর্বোচ্চ ৬৬ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অঘটন ঘটিয়ে উজ্জীবিত স্কটল্যান্ড। তাই জয়ের ধারা অব্যাহত রেখে এবারের আসরেও সুপার টুয়েলভ পর্ব নিশ্চিত করতে মরিয়া রিচি বেরিংটনের দল। আয়ারল্যান্ডের বিপক্ষেও নিজেদের সেরাটা দিতে চায় স্কটল্যান্ড। 

দলের অধিনায়ক রিচার্ড (সংক্ষেপে- রিচি) বেরিংটন বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় আমাদের জন্য ঐতিহাসিক। নিজেদের পরিকল্পনাগুলো দারুণভাবে কাজে লাগিয়েছি আমরা। পরের ম্যাচেও এই ধারা অব্যাহত থাকবে। আমরা টানা দ্বিতীয়বারের মত সুপার টুয়েলভে খেলতে চাই।’

গত বিশ্বকাপেও চমক দেখিয়েছিলো স্কটল্যান্ড। গ্রুপ পর্বে ৩ ম্যাচের সব ক’টিতেই জিতেছিলো তারা। বাংলাদেশ, ওমান ও পাপুয়া নিউ গিনিকে হারায় কাইল কোয়েৎজারের (তখনকার অধিনায়ক) দল।

তবে সুপার টুয়েলভে ৫ ম্যাচ খেলে জয়শূন্য ছিলো স্কটল্যান্ড। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নামা পুঁচকে নামিবিয়ার কাছেও হারতে হয়েছিলো স্কটিশদের।

অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৩১ রানে হারে আয়ারল্যান্ড। আইরিশ বোলাররা শুরুতে ভালো করলেও পরবর্তীতে সিকান্দার রাজার খুনে ব্যাটিংয়ের সামনে লড়াই করতে পারেনি তারা। রাজার ৪৮ বলে ৮২ রানের সুবাদে ৭ উইকেটে ১৭৪ রানের বড় সংগ্রহ পায় জিম্বাবুয়ে।

বিশাল ওই টার্গেটে জ্বলে উঠতে পারেনি আইরিশ ব্যাটাররা। তারা ছোট-ছোট ইনিংস খেলে আউট হলে ৯ উইকেটে ১৪৩ রানে থামে আয়ারল্যান্ড।

তবে স্কটল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি ব্যালবির্নি। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে দলের ব্যাটাররা ভালো করতে পারেনি। আশা করি, দল লড়াইয়ে ফিরবে। স্কটল্যান্ডের বিপক্ষে আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলবো। কারণ এ ম্যাচটা আমাদের জিততেই হবে।’

গত আসরে গ্রুপ পর্ব থেকে বিশ্বকাপ শেষ করে আয়ারল্যান্ড। তিন ম্যাচের মধ্যে ২টিতে হারে তারা। নিজেদের প্রথম ম্যাচে অবশ্য নেদারল্যান্ডসকে হারিয়ে দেয় আয়ারল্যান্ড। 

টি-টোয়েন্টিতে স্কটল্যান্ডের বিপক্ষেও এগিয়ে আয়ারল্যান্ডই। এখন পর্যন্ত দু’দল ১৩ বার মুখোমুখি হয়েছে। তাতে ৭টি জয় আয়ারল্যান্ডের। ৩টি জয় স্কটল্যান্ডের। ১টি ম্যাচ টাই ও ২টি পরিত্যক্ত হয়। 

বুধবারের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ড জিতলে এবং দিনের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিম্বাবুয়ে জিতলে, ‘বি’ গ্রুপ থেকে সুপার টুয়েলভে কারা খেলবে সেটা আগেভাগেই নিশ্চিত হয়ে যাবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগেই সুপার টুয়েলভ নিশ্চিত করবে স্কটল্যান্ড-জিম্বাবুয়ে। দল দুটি হেরে গেলে অবশ্য গল্পটা ভিন্ন দিকে মোড় নিবে।

স্কটল্যান্ড দল: 
রিচার্ড বেরিংটন (অধিনায়ক), ম্যাথু ক্রস (সহ-অধিনায়ক), জর্জ মুনসে, মাইকেল লিস্ক, ব্রাডলি হুইল, ক্রিস সোল, ক্রিস গ্রিভস, সাফিয়ান শরিফ, জশ ডেভি, কলাম ম্যাকলিওড, হামজা তাহির, মার্ক ওয়াট, ব্রান্ডন ম্যাকমুলেন, মাইকেল জোনস ও ক্রিস ওয়ালাস।

আয়ারল্যান্ড দল: 
অ্যান্ডি ব্যালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং (সহ-অধিনায়ক), মার্ক অ্যাডাইর, কার্টিস ক্যাম্ফার, গ্রেথ ডেলেনি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, ফিওন হ্যান্ড, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, কনর ওলফার্ট, সিমি সিং, হ্যারি টেক্টর, লরকান টাকার ও ক্রেইগ ইয়ং।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি