ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টি-টোয়েন্টিতে আবারও শীর্ষস্থানে সাকিব আল হাসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১০, ১৯ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় এক সুখবর পেলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। 

বুধবার (১৯ অক্টোবর) আইসিসি প্রকাশিত অলরাউন্ডার র‍্যাংকিংয়ে আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবিকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে আবারও শীর্ষস্থান দখল করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সম্প্রতি নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দল পুরো ব্যর্থ হলেও ব্যাট ও বল হাতে পারফর্ম করেছেন সাকিব আল হাসান। তিন ম্যাচে ১৫৪ রান করেন তিনি, যা নিজ দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। যার সুবাদে নিজের পুরনো জায়গায় ফিরলেন তিনি।

আইসিসি প্রকাশিত র‍্যাংকিংয়ে ২৪৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠেছেন সাকিব। সাকিবের চেয়ে ২২৬ পয়েন্ট নিয়ে তার পরেই আছেন নবি। তিন নম্বরে থাকা ইংল্যান্ডের মইন আলীর রেটিং পয়েন্ট ১৮৮।

গেল বছরের নভেম্বরে নবির কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন সাকিব। পুনরায় সিংহাসন ফিরে পাবার ১৪ দিনের মাথায় ফের শীর্ষস্থান হারান টাইগার অলরাউন্ডার। এবার বিশ্বকাপের আগে আবারও শীর্ষে ফিরলেন তিনি।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি