ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইংলিশদের বিপক্ষে চাপে আফগানিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৫, ২২ অক্টোবর ২০২২

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। ফলে আগে ব্যাটিং করছে আফগানরা।

শনিবার (২২ অক্টোবর) পার্থের অপটাস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। টস জিতেই রান তাড়া করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক।

আর আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানিস্তান। তৃতীয় ওভারের শুরুতেই দলীয় মাত্র ১১ রানে ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে হারায় দলটি। ৯ বল খেলা আফগান উইকেটকিপার ব্যাটার এক ছক্কায় ১০ করে আউট হন মার্ক উডের বলে বাটলারের গ্লাভসে ধড়া পড়ে।

এরপর সপ্তম ওভারে দলীয় ৩৫ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় মোহাম্মদ নবির দল। বেন স্টোকস ফেরান আরেক ওপেনার হজরতুল্লাহ জাজাইকে। ১৭ বল খেলা জাজাই ফেরেন মাত্র ৭ রানে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭ ওভারে আফগানদের সংগ্রহ ২ উইকেটে ৩৭ রান। ইব্রাহিম জাদরান ১৭ রানে এবং উসমান ঘানি ১ রানে ক্রিজে আছেন।
 
ইংল্যান্ড একাদশ:
জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কুরান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও মার্ক উড।

আফগানিস্তান একাদশ:
হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, উসমান গনি, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ ও ফজল হক ফারুকী।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি