ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন সাকিব!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৮, ২৪ অক্টোবর ২০২২

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

সহযোগী সদস্য নেদারল্যান্ডসকে হারাতেই ঘাম ছুটে গেছে টাইগারদের। জয় পেয়েছে মাত্র ৯ রানের। তা সত্ত্বেও এখন থেকেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন দলটির অধিনায়ক সাকিব আল হাসান। জানিয়েছেন, একবারও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেননি তিনি। এবার দেশকে বিশ্বকাপ জেতানোর চেষ্টা করবেন।

এ পর্যন্ত সবকটি বিশ্বকাপে অংশ নিয়ে রেকর্ড গড়া সাকিব এদিন ম্যাচ শেষে বলেন, ‘আমি ২০০৭ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছি। কিন্তু এক বারও জিততে পারিনি। আশা করি এবার স্বপ্ন পূরণ হবে।’

সোমবার নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের কৃতিত্ব দলের বোলারদের দিয়েছেন সাকিব। টাইগার অধিনায়ক বলেন, ‘আমরা ১০ রান কম করেছিলাম। মাঝে উইকেট পড়ে যাওয়ায় রান হয়নি। কিন্তু বোলাররা অসাধারণ বল করেছে। নতুন বলে তাসকিন ছিলেন দুর্দান্ত। ৪টি উইকেট নিয়েছেন। বাকিরাও ওকে সাহায্য করেছে।’

তাসকিন ছাড়াও দলের পেস বোলারদের প্রশংসা করেছেন টাইগার অধিনায়ক। তার মতে, পেস বোলিংয়ের দিকে বিশেষ নজর দিয়েছেন তারা। সাকিব বলেন, ‘আমরা জানি অস্ট্রেলিয়ায় পেস বোলিং কতটা গুরুত্বপূর্ণ। আমাদের দলে কয়েক জন তরুণ পেস বোলার রয়েছেন। ওরা নজর কাড়ছে।’

সাকিবের লক্ষ্য, ফিল্ডিংয়ে বিশ্বের সেরা দল হওয়া। সেই লক্ষ্যে ইতোমধ্যেই কাজ শুরু করেছেন দলের সবাই। বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘আমরা ফিল্ডিংয়ে বিশ্বের সেরা হতে চাই। আমাদের দলে বেশ কয়েক জন তরুণ ক্রিকেটার রয়েছেন। ফিল্ডিংয়ে যদি প্রতি ম্যাচে ১০ রান বাঁচাতে পারি, তা হলেও সেটা আমাদেরই কাজে লাগবে।’

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি