ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বিশ্বকাপ খেলতে গিয়ে ধর্ষণ, লঙ্কান ক্রিকেটার গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩১, ৬ নভেম্বর ২০২২

অস্ট্রেলিয়ার সিডনিতে ধর্ষণের অভিযোগে শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকাকে গ্রেফতার করা হয়েছে। 

শনিবার (৫ নভেম্বর) ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের পর তাকে গ্রেফতার করা হয়।

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কা দলের সঙ্গেই ছিলেন লঙ্কান এ টপ অর্ডার ক্রিকেটার। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান গুনাথিলাকা। তবে দলের সঙ্গেই থাকেন এ ক্রিকেটার।

রোববার (৬ নভেম্বর) সকালে কলম্বোর উদ্দেশে অস্ট্রেলিয়া ছাড়বে লঙ্কান ক্রিকেট দল। তবে আপাতত দেশে ফেরা হচ্ছে না গুনাথিলাকার।
 
গুনাথিলাকা জাতীয় দলের জার্সি গায়ে ১০০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও নামিবিয়ার বিপক্ষে ম্যাচে ছিলেন এ ব্যাটার। তবে সে ম্যাচেই ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান বাঁ-হাতি এ ব্যাটসম্যান। 

এর আগে ২০১৮ সালে গুনাথিলাকার বিরুদ্ধে নরওয়েজিয়ান এক নারী ধর্ষণের অভিযোগ এনেছিলেন। সে সময় শ্রীলঙ্কা ক্রিকেট তাকে বরখাস্ত করেছিল। 

পরে অবশ্য অভিযোগ প্রমাণিত না হওয়ায় অব্যাহতি পান তিনি।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি