ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পিএসএলের ড্রাফটে বাংলাদেশের ২৮ ক্রিকেটার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ১২ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফটের জন্য সাকিব-তামিমসহ নাম নিবন্ধন করেছেন ২৮ জন বাংলাদেশি ক্রিকেটার। 

পাকিস্তানের চারটি শহরে ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ অনুষ্ঠিত হবে অষ্টম পিএসএল। 

তার আগে ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে আসরের প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটে অংশ নিতে ইতোমধ্যেই নাম নিবন্ধন করেছেন চার শতাধিক বিদেশি ক্রিকেটার।

যেখানে ইংলিশ ক্রিকেটার রয়েছেন সর্বোচ্চ ১৩৯ জন। শ্রীলঙ্কা থেকে পিএসএলে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন ৬০ জন ক্রিকেটার। এছাড়া আফগানিস্তান থেকে ৪৩ জন, ওয়েস্ট ইন্ডিজ থেকে ৩৮ ও বাংলাদেশ থেকে ২৮ জন ক্রিকেটার পিএসএলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন।

এছাড়াও দক্ষিণ আফ্রিকা থেকে ২৫, অস্ট্রেলিয়া থেকে ১৪, জিম্বাবুয়ে থেকে ১১, আয়ারল্যান্ড থেকে ৯ ও নিউজিল্যান্ড থেকে ৬ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন পিএসএলের ড্রাফটে। নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও আরব আমিরাতেরও বেশ কিছু ক্রিকেটার তাদের নাম জমা দিয়েছেন পিএসএলে।

পিএসএল কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১০ নভেম্বর) এক টুইটে বিভিন্ন দেশের ক্রিকেটারদের এই সংখ্যা প্রকাশ করলেও, তাদের নাম প্রকাশ করেননি। 

এদিকে, ড্রাফটে অংশ নেয়া ২৮ জন বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে ৭ জনের নাম আগেই জানা গিয়েছিল। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে প্লেয়ার্স ড্রাফটের প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন বিশ্বসেরা টি-টোয়েন্টি অলরাউন্ডার সাকিব আল হাসান।

এছাড়া ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, শেখ মেহেদী হাসান ও এবাদত হোসাইন।

বিদেশি ক্রিকেটারের প্লাটিনাম ক্যাটাগরিতে সাকিব ছাড়াও রয়েছেন আরও সাত খেলোয়াড়। তারা হচ্ছেন- শ্রীলঙ্কা থেকে ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং দাসুন শানাকা, দক্ষিণ আফ্রিকা থেকে ডেভিড মিলার, ইংল্যান্ড থেকে রিচ টপলে এবং ডেভিড মালান, নিউজিল্যান্ড থেকে মার্টিন গাপটিল এবং ওয়েস্ট ইন্ডিজ থেকে ওডেন স্মিথ।

এর আগে বাংলাদেশি খেলোয়াড় হিসেবে পিএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম ও তামিম ইকবালের। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি