ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

‘মির্জা-মালিক শো’ এ সানিয়া-শোয়েব, বিচ্ছেদ কাহিনী কি প্রচার মাত্র?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১২, ১৩ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

সানিয়া মির্জা ও শোয়েব মালিকের দাম্পত্য জীবন সপ্তাহখানেক ধরে ইন্টারনেটে আলোচিত। শোনা যাচ্ছিল, পাকিস্তান-ভারত এই দম্পতি বিয়ে বিচ্ছেদের দিকে এগোচ্ছেন। কিন্তু তাদের সম্পর্কে নিলো নতুন মোড়, দুজনে একসঙ্গে হোস্ট করতে যাচ্ছেন একটি নতুন টিভি শোয়ের।

সানিয়া ও শোয়েবের আলাদা থাকার গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে কয়েক দিন ধরে। তবে ছেলে ইজহান মির্জা মালিককে দুজনে মিলেই দেখাশোনা করছেন। রিপোর্ট অনুযায়ী, দুজনেই তাদের বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত করে ফেলেছেন, কিছু আইনি জটিলতা রয়েছে। 

বিচ্ছেদ নিয়ে আলোচনায় থাকা দুই তারকা হঠাৎ করে নতুন ঝলক দেখাতে যাচ্ছেন। পাকিস্তানি চ্যানেলে পর্দা উঠতে যাচ্ছে ‘দ্য মির্জা মালিক শো’, যার সঞ্চালক সানিয়া ও শোয়েব।

এই শোয়ের একটি পোস্টার উর্দুফ্লিক্স নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট শেয়ার করেছে। সেখানে দুজনকে একসঙ্গে হাসিমুখে ফটোসেশনে পোজ দিতে দেখা গেছে। 

ভারতীয় টেনিস তারকা ও পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকাকে একসঙ্গে হাসিমুখে দেখে অনেক ভক্ত স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন। কেউ কেউ আবার দাবি করেছেন, বিয়ে বিচ্ছেদের খবর এই শোয়ের স্টান্টবাজির অংশ ছিল।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি