ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আইসিসির সেরা একাদশের অধিনায়ক বাটলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ১৪ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্টের সেরা পারফরমাদের নিয়ে ঘোষিত  একাদশের অধিনায়ক জস বাটলার।

দলে জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন ইংল্যান্ড থেকে সর্বোচ্চ চারজন।  রানার্স-আপ পাকিস্তানের দু’জন, ভারতেরও দু’জন। নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের একজন করে খেলোয়াড় সেরা একাদশে জায়গা পেয়েছেন। 

আইসিসি সেরা একাদশে সুযোগ হয়নি বাংলাদেশ থেকে কোন খেলোয়াড়ের। 

ওপেনার হিসেবে থাকছেন চ্যাম্পিয়ন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও বাটলার। তিন ও চার নম্বরে রাখা হয়েছে ভারতের বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবকে। 

মির্ডল-অর্ডারে আছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও পাকিস্তানের শাদাব খান। 

স্পিন অলরাউন্ডার হিসেবে একাদশে আছেন রাজা ও শাদাব।

একাদশে চারজন স্পেশাল পেসারকে রাখা হয়েছে। ফাইনাল ও টুর্নামেন্টের সেরা ইংল্যান্ডের স্যাম কারানের সাথে আছেন দক্ষিণ আফ্রিকার এনরিচ নর্টি, ইংলিশ তারকা মার্ক উড ও পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিকে।

দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন ভারতের পেস বোলিং অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়া। 

একনজরে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ
১. অ্যালেক্স হেলস (ইংল্যান্ড) - ২১২ রান, গড় ৪২.৪০
২. জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক, ইংল্যান্ড) - ২২৫ রান, গড় ৪৫.০০, নয় ডিসমিসাল
৩. বিরাট কোহলি (ভারত)- ২৯৬ রান, গড় ৯৮.৬৬
৪. সূর্যকুমার যাদব (ভারত) ২৩৯ রান, গড় ৫৯.৭৫
৫. গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)- ২০১ রান, গড় ৪০.২০
৬. সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)- ২১৯ রান, ১০ উইকেট
৭. শাদাব খান (পাকিস্তান)- ৯৮ রান, ১১ উইকেট
৮. স্যাম কারান (ইংল্যান্ড)- ১৩ উইকেট, গড়- ১১.৩৮
৯. এনরিচ নর্টি (দক্ষিণ আফ্রিকা)- ১১ উইকেট, গড় ৮.৫৪
১০. মার্ক উড (ইংল্যান্ড)- ৯ উইকেট, গড় ১২.০০
১১. শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)- ১১ উইকেট গড় ১৪.০৯

দ্বাদশ খেলোয়াড় : হার্ডিক পান্ডিয়া (ভারত) - ১২৮ রান, ৮ উইকেট

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি