ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বকাপের প্রাইজমানি: কোন দল কতো পাবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪১, ১৭ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

সর্বশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপের চেয়ে এবারের প্রাইজমানি ৪০ মিলিয়ন ডলার বেশি। কাতার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন দল আর্থিক পুরস্কার হিসেবে পাবে ৪ কোটি ২০ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩৩ কোটি ৬০ লাখ টাকা।

রানার্স-আপ দল পাবে ৩ কোটি ২০ লাখ ডলার। আর ২ কোটি ৬০ লাখ ডলার পাবে তৃতীয় হওয়া দল। চতুর্থস্থান অধিকারী দল পাবে ২ কোটি ২২ লাখ ডলার। 

কোয়ার্টারফাইনাল থেকে বাদ পড়া চারটি দলের প্রতিটি দল পাবে ১ কোটি ৬০ লাখ ডলার করে। শেষ ষোলো থেকে বাদ পড়া ৮টি দলের প্রত্যেকে পাবে ১ কোটি ২০ লাখ ডলার করে।

গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলগুলো পাবে ৮০ লাখ ডলার করে। আর টুর্নামেন্টে অংশ নেয়া ৩২টি দল অন্তত ২৫ লাখ ডলার করে পাবে।

এবারের বিশ্বকাপের সর্বমোট প্রাইজমানি ধরা হয়েছে ৪শ’ ৪০ মিলিয়ন ডলার। এছাড়া আসরের সেরা ফুটবলার, গোলরক্ষক এবং সর্বোচ্চ গোলদাতার জন্য আলাদা আলাদা পুরস্কার তো থাকছেই।  

২০ নভেম্বর থেকে শুরু হবে কাতার বিশ্বকাপ ফুটবল আসর। প্রথম দিনই মাঠে নামবে আয়োজক দেশ কাতার। ‘এ’ গ্রুপে কাতারের প্রতিপক্ষ ইকুয়েডর।

একনজরে বিশ্বকাপের প্রাইজমানি

চ্যাম্পিয়ন দল : ৪ কোটি ২০ লাখ ডলার

রানার্স-আপ দল: ৩ কোটি ২০ লাখ ডলার

তৃতীয় স্থানে থাকা দল : ২ কোটি ৬০ লাখ ডলার

চতুর্থ হওয়া দল : ২ কোটি ২২ লাখ ডলার

কোয়ার্টারে বাদ পড়া চার দলের প্রতিটি পাবে ১ কোটি ৬০ লাখ ডলার করে

শেষ ষোলো থেকে বাদ পড়া ৮ দলের প্রত্যেকে পাবে ১ কোটি ২০ লাখ ডলার করে

গ্রুপ পর্ব থেকে বাদ পড়া প্রত্যেক দল পাবে ৮০ লাখ ডলার করে

টুর্নামেন্টে অংশ নেয়া ৩২টি দল পাবে অন্তত ২৫ লাখ ডলার করে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি