ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বকাপের আগে স্কোয়াডে পরিবর্তন এনেছে আর্জেন্টিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪, ১৮ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

কিছুদিন আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছিল আর্জেন্টিনা। যে স্কোয়াডকে অনেকেই চূড়ান্ত হিসেবে ধরে নিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার আরব আমিরাত ম্যাচের পর লিওনেল স্কালোনি জানিয়েছেন স্কোয়াডে পরিবর্তন আসছে। তবে এতে অবাক হওয়ার কিছু নেই।

শুক্রবার তারই প্রেক্ষিতে পরিবর্তন এলো আর্জেন্টিনা স্কোয়াডে। নিকো গঞ্জালেসের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেলেন আনহেল কোরেয়া, আর হোয়াকিন কোরেয়ার পরিবর্তে দলে এলেন থিয়াগো আলমাদা।

স্কোয়াডে লিওনেল স্কালোনি প্রথমে ৪১ সদস্য নিয়ে শুরু করেন, পরে তা কমিয়ে ৩১ জনে নিয়ে আসেন। জানিয়ে দেন বিশ্বকাপ স্কোয়াডের চূড়ান্ত দলের আগে কাটছাঁট হবে আরও ৫ জনের। কথা মতো ৫ জনকে ছেঁটে ২৬ সদস্যের দল নিয়ে মধ্যপ্রাচ্যে গেছেন স্কালোনি। সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতি ম্যাচও খেলেছে আর্জেন্টিনা। তবে এরই মধ্যে ইনজুরি সমস্যা সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়াল দলটিতে। ইনজুরিতে পড়েছেন সবশেষ ম্যাচে গোলের দেখা পাওয়া হোয়াকিন কোররেয়া। বিশ্বকাপ স্কোয়াড থেকে তাই ছিটকে পড়লেন তিনি। এর আগে পেশির চোট ছিটকে গেছেন নিকলাস গঞ্জালেস।

বৃহস্পতিবার এক বিবৃতিতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, আর্জেন্টিনা দলের ২৬ সদস্যের স্কোয়াডে পরিবর্তন আনা হয়েছে। চোটের কারণে বিশ্বকাপ শেষ হোয়াকিন কোররেয়ার। তার বদলে দলে সুযোগ পেয়েছেন তিয়াগো আলমাদা। 

আর্জেন্টিনার হয়ে তিয়াগোর মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। 

আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বজয়ের মিশন শুরু করবে লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপের ‘সি’ গ্রুপে এরপর দলটি খেলবে মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি