ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

যুদ্ধবিমান পাহারায় কাতারে পা রাখলো পোলিশ দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ১৮ নভেম্বর ২০২২

যুদ্ধবিমানের পাহারায় ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২২ খেলতে কাতার পৌঁছালো পোল্যান্ড দল।

শুক্রবার কাতারের উদ্দেশ্যে রওনা হওয়া পোল্যান্ড দল বহনকারী বিমানকে পাহারা নিয়ে গেছে দু’টি এফ-১৬ ফাইটার জেট। 

আকাশে পোল্যান্ড দলের বিমান ও দু’টি এফ-১৬ ফাইটার জেটের উড়তে থাকা দৃশ্য আবার ভিডিও করা হয়েছে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে পোস্ট করেছে পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেই এমন সতর্কতা। মঙ্গলবার রাতে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলায় পোল্যান্ডে দুই নাগরিক মারা যান। এজন্য জাতীয় ফুটবল দলকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি দেশটির সরকার।

টুইটারের ওই ভিডিওর ক্যাপশনে পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন লিখেছে, ‘বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে জাতীয় দলকে কাতারের পথে পোল্যান্ডের দক্ষিণ সীমান্ত পর্যন্ত এফ-১৬ যুদ্ধবিমানের পাহারা দিয়ে নেয়া হচ্ছে।’

আগামী ২২ নভেম্বর গ্রুপ-সি’তে মেক্সিকোর মুখোমুখি হবে পোলিশ দল। গ্রুপটির অপর দুই দল হলো- আর্জেন্টিনা ও সৌদি আরব।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি