ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৯, ২২ নভেম্বর ২০২২ | আপডেট: ১৭:০৪, ২২ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-সৌদি আরবের উত্তেজনাপূর্ণ ম্যাচে এক গোলে এগিয়ে গেল মেসি বাহিনী। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। 

সৌদি আরবের ভুলের কারণেই মাত্র ১০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। 

খেলার ৮ম মিনিটেই কর্নার কিক পেয়েছিল আর্জেন্টিনা। কিক নেন মেসি। এ সময় বক্সের মধ্যে লিয়ান্দ্রো প্যারেদেসকে ফেলে দেন আল বুলাইহি। এরপরই ভিএআর চেক করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

এর মাঝে আরও তিনটি গোল করেও অফসাইটের কারণে গোল বাতিল হয়ে যায়। ওই তিনটি গোল যোগ হলে আর্জেন্টিনা ৪ গোলে এগিয়ে থাকতো।

খেলার ২২তম মিনিটে একটি গোল করেন মেসি। কিন্তু লাইন্সম্যান আগেই ফ্ল্যাগ তুলে দাঁড়িয়ে থাকেন। জানালেন এটা ছিল অফসাইড। এরপর  ২৮ মিনিটে লওতারো মার্টিনেজ আরেকটি গোল করেন। কিন্তু এবারও ভিএআরের কারণে দেখা গেলো তিনি ছিলেন অফসাইডে। সুতরাং গোল বাতিল।

৩৪ মিনিটে আরও একবার সৌদির জালে বল জড়ায় আর্জেন্টিনা। কিন্তু তার আগেই সাইড রেফারি জানিয়ে দেন- এটা ছিল অফসাইড।

২০১৯ সালের শুরু থেকে এখনও পর্যন্ত ৩৬ ম্যাচে হারের মুখ দেখেনি আর্জেন্টিনা। মাঝে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে। ইতিহাস বলছে, ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড রয়েছে শুধু ইতালির। আজ সৌদি আরবের সঙ্গে ড্র করলেই ইতালির সেই রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেসিরা।

নতুন চ্যালেঞ্জ আর্জেন্টিনার সামনে। বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে সৌদি আরব। এই ম্যাচ জিততে মরিয়া মেসি ব্রিগেড। কাতারের লুসাইল স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচটিতেই সৌদি আরবের মুখোমুখি আর্জেন্টিনা।

আর্জেন্টিনা: মার্টিনেজ, মোলিনা, ওটামেন্ডি, রোমেরো, তাগলিয়াফিকো, ডি'মারিয়া, পেরেদেস, ডি'পল, গোমেজ, মেসি, মার্টিনেজ।

সৌদি আরব: আল-ওয়াইস, আব্দুল হামিদ, আল-তাম্বক্তি, আল-বুলাইহি, আল-শাহরানি, আল-ফারাজ, কান্নো, আল-মালকি, আল-ব্রিকান, আল-শেহরি, আল-দাওসারি।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি