ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

আর্জেন্টিনার হারে ট্রলের বন্যা সোশ্যাল মিডিয়ায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৬, ২২ নভেম্বর ২০২২ | আপডেট: ১৯:৪৫, ২২ নভেম্বর ২০২২

বিশ্বকাপে মাঠে নেমেই গোল করলেন মেসি, গড়লেন রেকর্ডও। তবে বিরতির পর বাজিমাত করল সৌদি আরব। পাঁচ মিনিটের ব্যবধানে দুটি গোল দিয়ে বিস্ময়ের জন্ম দেয় দলটি। সঙ্গে ২-১ ব্যবধানের দুর্দান্ত জয় নিয়ে রেকর্ডও গড়ে তারা।

এর আগে প্রথমার্ধেই চারবার বল জালে পাঠায় মেসি-মার্টিনেজরা। তবে মেসির পেনাল্টি ছাড়া অফসাইডের কারণে বাদ হয়ে যায় বাকি তিনটিই। যাতে হতাশ হয়ে পড়া আর্জেন্টাইনরা শত চেষ্টা করেও আর ভাঙতে পারেনি সৌদির দুর্গ। 

এদিকে আর্জেন্টিনার এমন হারে সোশ্যাল মিডিয়ায় ট্রলের ঝড় তুলেছে নেটিজেনরা।

গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, ‘Var এ তিনটি গোল বাতিল হওয়ায় জিডিপি ও রিজার্ভ মাপার পদ্ধতিতে অংক করে বোঝা যায় যে আর্জেন্টাইনরা এতোদিন ৭৫ শতাংশ গোল দিতো অফসাইডে আর ২৫ শতাংশ হাতে।’

মিজানুর রহমান নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘রেফারিকে সাথে নিয়েও জিততে পারলো না আর জিতিনা।’

আজাদুল ইসলাম আদনান নামের আরেক নেটিজেন লিখেছেন, ‘যে দল ৩৬ বছরের খরা খাটিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হতে চায়, তার খেলা এমন হলে তো সমস্যা। আর্জেন্টিনা যে এতটা খারাপ খেলবে তা আর্জেন্টিনার সমর্থকদেরও হয়তো ভাবনার বাইরে ছিল। সামনে তো মেক্সিকো। আজকের খেলা অনুযায়ী গ্রুপ পর্বেই বাদ পড়ার শঙ্কা আছে। আর যদি পাকিস্তানের মত অপ্রত্যাশিত কিছু করে দেখিয়ে ফাইনাল পর্যন্ত যায়ও তা চ্যাম্পিয়নে যথেষ্ট হবে না ঠিক বাবরদের মতই।’ 

জাহাঙ্গির আলম মাসুম নামের একজন লিখেছেন, ‘দুর্ঘটনা নয়, এটা ঘটনা। প্রতিপক্ষকে দুর্বল ভাবলে যা হয় আরকি। সৌদির মানুষ জোব্বা পরে আর খেজুর খায় নারে ভাই!’

আর্জেন্টিনার হার নিয়ে এমন অসংখ্য পোস্টে সয়লাভ সোশ্যাল মিডিয়া।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি