ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গোলশূন্য ‘প্রথম ড্র’ দেখল কাতার বিশ্বকাপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪২, ২২ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে গোল হয়েছিল দুটি। এরপর ইংল্যান্ড ইরানের জালে গোল দিয়েছে ৬টি, হজমও করেছে দুটি। কম-বেশি গোল হয়েছে প্রায় সব ম্যাচেই। তবে ষষ্ঠ ম্যাচে এসে অবশেষে গোলশূন্য ড্র দেখালো কাতার বিশ্বকাপ। 

মঙ্গলবার কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ডেনমার্ক-তিউনিশয়ার ম্যাচে গোল করতে পারেনি কেউই।  

এদিন ‘ডি’ গ্রুপের ম্যাচে আফ্রিকান দেশ তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামে ইউরোপের অন্যতম পরাশক্তি ডেনমার্ক। ম্যাচের শুরু থেকেই সমানে সমানে লড়াই করে দুই দল। প্রথমার্ধেই গোল করার বেশ কিছু সুযোগ পায় এরিকসেন-কাসপার ডোলবার্গরা। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তারা।

ম্যাচের ২৪তম মিনিটে এগিয়ে সুযোগ পায় তিউনিসিয়া। সতীর্থের দেওয়া লম্বা পাস থেকে ডি-বক্স থেকে ডেনমার্কের জালে বল পাঠান ইসাম জেবালি। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে তা বাতিল হয়ে যায়।

প্রথমার্ধের দুই মিনিট বাকি থাকতে আবারও গোল করার সুযোগ পায় তিউনিসিয়া। তবে দুর্দান্ত সেভে তা রুখে দেন ড্যানিশ গোলরক্ষক কাসপার সিমিচেন। ড্যানিশদের ডিফেন্ডারদের দায়িত্বশীল ভূমিকায় ০-০ এ শেষ হয় প্রথমার্ধ।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ পায় উভয় দল। তবে শেষ পর্যন্ত কোনো গোল না হওয়ায় গোলশূন্য ব্যবধানেই শেষ হয় ম্যাচটি।

এনএস//এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি