ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের রুখে দিলো দক্ষিণ কোরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৪, ২৪ নভেম্বর ২০২২ | আপডেট: ২২:০৭, ২৪ নভেম্বর ২০২২

এশিয়ানদের বিপক্ষে রীতিমতো হোঁচট খাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নরা। সৌদি আরবের কাছে হার দিয়ে আর্জেন্টিনার শুরু। এরপর জাপানের জার্মানি বধ। আজ বৃহস্পতিবার উরুগুয়েকে হারাতে না পারলেও শূন্য হাতে মাঠ ছাড়েনি দক্ষিণ কোরিয়া।

একের পর এক আক্রমণ সাজিয়েও গোল আদায় করতে পারেননি সুয়ারেজ-কাভানিরা। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে গোলশূন্য ড্র মেনেই মাঠ ছাড়তে হয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ফেবারিট ছিল লাতিন আমেরিকান দেশ উরুগুয়েই। কিন্তু, পুরো ম্যাচে অসংখ্যবার আক্রমণ রচনা করেও দক্ষিণ আফ্রিকার জাল খুঁজে নিতে পারেনি উরুগুয়ের ফরোয়ার্ডরা। যার ফলে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হলো দুই দলকে।

দক্ষিণ কোরিয়ার একাদশ : (ফরমেশ: ৪-২-৩-১)

কিম সেউং-গিয়ু, কিম ইয়ং-গুন, কিম মিন-জায়ে, কিম জিন-সু, কিম মুন-হুয়ান, লি জায়ে-সুং, জুং উ-ইয়ং, হাওয়াং ইন-বেয়ম, হাওয়াং উই-জো, সন হিউং-মিন, না সাং-হো।

কোচ: পাওলো জর্জ গোমেজ বেন্তো

উরুগুয়ে একাদশ : (ফরমেশ: ৪-৩-৩)

সার্জিও রোশেত, হোসে মারিয়া জিমেনেজ, দিয়েগো গোডিন, ম্যাথিয়াস অলিভেরা, মার্টিন ক্যাসেরাস, ম্যাতিয়ান ভেসিনো, রদ্রিগো বেনতানচুর, ফেডেরিকো ভালভার্দে, লুইস সুয়ারেজ, ডারুউইন নুয়েজ, ফাকুন্দো পেলিস্ত্রি।

কোচ: দিয়েগো মার্টিন আলোনসো লোপেজ

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি