ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

আর্জেন্টিনা ম্যাচের স্টেডিয়ামের পাশে আগুন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৪, ২৬ নভেম্বর ২০২২

লুসাইল স্টেডিয়ামে আর কয়েক মুহূর্ত বাদেই বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা-মেক্সিকো। সেই ম্যাচে আগুন ছড়াবেন খেলোয়াড়রা- এমন প্রত্যাশাতেই ডুবে আছেন হাজারো সমর্থক।

তবে তার আগেই স্টেডিয়ামের সাড়ে তিন কিলোমিটারের মধ্যে একটি নির্মাণাধীন ভবনে আগুন লাগে দুপুরে। অগ্নিকান্ডের এই ঘটনায় যদিও কেউ হতাহত হননি।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় দুপুর ১২টার দ্বীপের শহর লুসাইলে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। যা কিনা লুসাইল স্টেডিয়াম থেকে সাড়ে ৩ কিলোমিটার দূরে। সেন্ট্রাল দোহার মার্কেটপ্লেস থেকেও ঘন কালো ধোঁয়া দেখা যাচ্ছিল আকাশে।

এই লুসাইল স্টেডিয়ামেই সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। একই মাঠে আজ রাত ১টায় আবারও নামছে আলবিসেলেস্তেরা। তাদের মতো ব্রাজিলও এই স্টেডিয়ামে খেলে কাতার বিশ্বকাপে হেক্সা জয়ের মিশন শুরু করে। তবে সার্বিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেকাওরা।  

আজকের ম্যাচ ছাড়াও গ্রুপ পর্বের তিনটি, শেষ ষোলোয় একটি, কোয়ার্টার ও সেমিফাইনালে একটিসহ ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে কাতারের এই লুসাইল আইকনিক স্টেডিয়ামে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি