ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

আজ জিতলেই সিরিজ আফগানিস্তানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ২৭ নভেম্বর ২০২২

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ নিশ্চিতের লক্ষ্যে আজ মাঠে নামছে সফরকারী আফগানিস্তান ক্রিকেট দল।  ওপেনার ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬০ রানে হারায় আফগানরা। 

আজ রোববার দ্বিতীয় ম্যাচ জিতলে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ নিশ্চিত হবে আফগানিস্তানের। পক্ষান্তরে সিরিজে টিকে থাকতে জয় ছাড়া বিকল্প পথ নেই শ্রীলঙ্কার। 

পাল্লেকেলেতে রোববার বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

এই মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে ২৯৪ রান করে আফগানিস্তান। জাদরান ১২০ বলে ১০৬ রান করেন। জবাবে ১২ ওভার বাকী থাকতে ২৩৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

সিরিজটি সুপার লিগের অংশ হওয়ায় প্রথম ওয়ানডে শেষে ১৩ ম্যাচে ১১ জয় ও ২ হারে ১১০ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে আফগানিস্তান। ১৯ ম্যাচে ৬ জয় ও ১২ হারে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের দশমস্থানে শ্রীলঙ্কা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি