ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

বাঁচা-মরার লড়াইয়ে যুক্তরাষ্ট্রের মুখোমুখি ইরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ২৯ নভেম্বর ২০২২

শেষ ষোলো নিশ্চিতের লড়াইয়ে আজ চারটি ম্যাচ। বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে লড়বে ইংল্যান্ড ও ওয়েলস। আহমেদ বিন আলি স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। একইসময় খেলা হবে ইরান ও যুক্তরাষ্ট্রেরও। 

এর আগে, রাত ৯টায় ভিন্ন ভিন্ন মাঠে খেলবে ইকুয়েডর-সেনেগাল; আর স্বাগতিক কাতার ও নেদারল্যান্ডেস। 

বাঁচা-মরার লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েলস। ইংলিশদের বিপক্ষে জিততেই হবে ওয়েলসকে; সঙ্গে পক্ষে আসতে হবে গ্রুপের অন্য ম্যাচের ফলও। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ড্রয়ে শুরু হয়েছিল ওয়েলসের এবারের বিশ্বকাপ। পরের ম্যাচে তারা হেরে বসে ইরানের কাছে। টিকে থাকার লড়াইয়ে কঠিন সমীকরণে ইংল্যান্ডের মুখোমুখি প্রতিবেশি ওয়েলস। 

দোহার আল থুমামা স্টেডিয়ামে বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে ইরান ও যুক্তরাষ্ট্র। ২২ বছর পর পরস্পরের বিপক্ষে খেলতে যাচ্ছে তারা। প্রতিপক্ষের শক্তি-সামর্থ্য সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই বললেই চলে। দুই ড্রয়ে তৃতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের পয়েন্ট ২ আর এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানেই ইরান। এ ম্যাচের ফলাফলই নির্ধারণ করে দিবে তাদের বিশ্বকাপ মিশন।

এদিকে, শেষ ষোলো নিশ্চিত করার ম্যাচে ইকুয়েডরের সামনে সেনেগাল। বিশ্ব সেরার মঞ্চে এবারই প্রথম একে অন্যের বিপক্ষে খেলবে দুই দল। ম্যাচে জিততে হবে সেনেগালকে; ড্র করলেও হয়তো সম্ভাবনা থাকবে, যদি অন্য ম্যাচে নেদারল্যান্ডসকে দুই বা তার বেশি গোলে হারায় কাতার। আর সেনেগালের সঙ্গে ড্র করলেই নকআউট পর্বের টিকিট পাবে ইকুয়েডর। হেরে গেলেও সম্ভাবনা থাকবে দলটির। সেক্ষেত্রে ডাচদের বড় ব্যবধানে হারতে হবে স্বাগতিক কাতারের কাছে।

গ্রুপ এ-তে টেবিলের শীর্ষে থাকা নেদারল্যান্ডসের প্রতিপক্ষ স্বাগতিক কাতার। টানা দুই ম্যাচে হেরে আসর থেকে প্রথম দল হিসেবে ছিটকে যায় কাতার। দুই ম্যাচ শেষে ডাচদের পয়েন্ট ৪। তবুও শঙ্কা রয়েছে শেষ ষোলো নিশ্চিত নিয়ে। শেষ এই ম্যাচে ড্র কিংবা জয় এই লক্ষ্য মাথায় রেখেই খেলতে হবে নেদারল্যান্ডসকে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি