ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশে সিরিজ শুরুর আগে কাঁধের চোটে ছিটকে গেলেন শামি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৪, ৩ ডিসেম্বর ২০২২

মোহাম্মদ শামি

মোহাম্মদ শামি

Ekushey Television Ltd.

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে দুঃসংবাদ ভারতীয় শিবিরে। কাঁধের চোটে এই সিরিজে খেলা হচ্ছে না তারকা পেসার মোহাম্মদ শামির। ফলে দলেও পরিবর্তন আনতে হয়েছে।  

ভারত-বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে রোববার (৪ ডিসেম্বর)। 

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে অনুশীলনের সময় কাঁধে চোট পান শামি। বর্তমানে এনসিএ, বেঙ্গালুরুতে বিসিসিআই মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন শামি। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিতে পারছেন না এই পেসার। ভারতীয় সিলেকশন কমিটি শামির পরিবর্তে তরুণ পেসার উমরান মালিককে দলে যুক্ত করেছে।

৭ ডিসেম্বর মিরপুরেই বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় ওয়ানডে। শেষ ম্যাচ ১০ ডিসেম্বর, চট্টগ্রামে। দুই দলের দুটি টেস্ট ১৪ ও ২২ ডিসেম্বর শুরু হবে। প্রথমটি চট্টগ্রামে, দ্বিতীয়টি ঢাকায়।

বাংলাদেশের বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াডঃ রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশভ পান্ট (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, উমরান মালিক, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ ও কুলদীপ সেন।

এএইচএস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি