ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ওয়ানডে সিরিজে তাসকিনকে ফেরানোর তাড়া নেই বাংলাদেশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২১, ৬ ডিসেম্বর ২০২২

জাতীয় দলের ব্যস্ত সূচি বিবেচনা করে ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে দলেল তারকা পেসার তাসকিন আহমেদকে ফেরাতে কোন তাড়াহুড়া করবে না বাংলাদেশ।

পিঠের পুরনো ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি তাসকিন। কিন্তু দ্বিতীয় ওয়ানডের আগে ফিটনেস ফিরে পেতে অনুশীলনে ফিরে পাঁচ ওভার বোলিংও করেছেন তিনি।

তাসকিনকে দ্রুত ফেরাতে তাড়াহুড়া করতে চান না দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

এই সিরিজের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন তাসকিন। বিশ্বকাপে বাংলাদেশের দু’টি জয়েই বড় অবদান ছিলো তার। দু’টিতেই ম্যাচ সেরা হন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে ২৫ রানে চার উইকেট শিকারের পর জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রানে ৩ উইকেট নেন তাসকিন।

শুধুমাত্র বিশ্বকাপেই নয়, বেশ কিছুদিন ধরেই বোলিং বিভাগে বাংলাদেশের বড় নির্ভরতার নাম তাসকিন। গত দুই বছরে ক্রিকেটের তিন ফরম্যাটে দলের পেস বিভাগে নিজেকে নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে ১২৮টির উইকেটের অর্ধেকই ২০২১ সাল থেকে নিয়েছেন তাসকিন।

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়েও ভূমিকা ছিল তাসকিনের। প্রথম ওয়ানডেতে তিন উইকেট শিকারের পর শেষ ম্যাচে ৩৫ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন তাসকিন। তার পারফরমেন্সে বাংলাদেশের সিরিজ জয়ের স্বাদ পায়। টেস্ট ক্রিকেটে গত দুই বছরে ছয় ম্যাচে ১৮ উইকেট শিকার করেছেন তিনি।

ভারতের বিপক্ষে সিরিজের আগে প্রথম ওয়ানডেতে তাসকিনের অনুপস্থিতি চিন্তায় ফেলেছিলো বাংলাদেশকে। আরেক পেসার এবাদত হোসেন ৪৭ রানে ৪ উইকেট নিয়ে তাসকিনের অনুপস্থিতি বুঝতে দেননি।

তাসকিনের অনুপস্থিতি দলের অন্য পেসারদের জন্য ভালো সুযোগ হিসেবে দেখছেন ডোমিঙ্গো।

তিনি বলেন, ‘তাসকিন চার দিন আগে (ব্যথা) ইনজেকশন নিয়েছিলো। গতকাল জিম করেছেন । আজ ৫-৬ ওভার বোলিং করেছে। কিন্তু আমি নিশ্চিত নই, তাকে খেলার ঝুঁকি নিবো কি-না। আমাদের সামনে অনেক খেলা আছে। এই সিরিজেই দু’টি টেস্ট আছে।’

ডোমিঙ্গো আরও বলেন, ‘অন্যান্য পেসারদের উন্নতির জন্যও এটি দারুন সুযোগ। আমি মনে করি না আমরা তাকে খেলানো ঝুঁকি নিব। তবে সে সুস্থ হয়ে উঠার পথে।’

তাসকিনের ব্যাক-আপ হিসেবে ভারতের বিপক্ষে ওয়ানডে দলে রাখা হয়েছে তরুণ বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকে।
 

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি