ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুইজারল্যান্ডের বিপক্ষে দলে নেই রোনালদো! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:৩২, ৭ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বিশ্বকাপের শেষ ষোলোয় সুইজারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের প্রথম একাদশে নেই ক্রিশ্চিয়ানো রোনালদো। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পর্তুগালের রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছে রোনালদোকে। আগের ম্যাচে তাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত মানতে পারেননি। প্রকাশ্যে কোচের ওপর ক্ষোভ প্রকাশ করেন। যে কারণে তাকে বসিয়ে রাখা হলো কি না, সেটা অবশ্য নিশ্চিত নয়।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোনালদোকে খেলা শেষ হওয়ার আগেই তুলে নিয়েছিলেন কোচ ফার্নান্দো স্যান্টোস। এরপর থেকেই রোনালদো এবং কোচের মধ্যে একটা ঠাণ্ডা যুদ্ধ চলছে। স্যান্টোস আগেই জানিয়ে দিয়েছেন, ম্যাচে নামার আগে অধিনায়ক বাছবেন তিনি। তখনই একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল, সেটাই হলো। 

হয়তো বদলি হিসেবেই মাঠে নামতে দেখা যেতে পারে সিআর৭-কে।

গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে যায় পর্তুগাল। সেই ম্যাচে রোনালদোকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন কোচ। সেই সময় ৩৭ বছরের রোনালদো যে অঙ্গভঙ্গি করেছিলেন, তা ভালোভাবে নেননি কোচ। সেই ম্যাচে মাঠ থেকে বেরোনোর সময় মুখে আঙুল দেখান রোনালদো। 

যদিও তিনি বলেন যে, কোচকে ইঙ্গিত করে কিছু বোঝাতে চাননি তিনি। রোনালদো বলেন, “আমি যখন মাঠ থেকে বেরোচ্ছিলাম, তখন দক্ষিণ কোরিয়ার এক ফুটবলার আমাকে মাঠ থেকে তাড়াতাড়ি বেরোতে বলে। আমি ওকে চুপ করতে বলি। ওর কোনো অধিকার নেই এটা বলার। কোচের সঙ্গে কোনো ব্যাপার নেই এর।”

কিন্তু কোচ স্যান্টোস বলেন, “আমার ভালো লাগেনি ওটা। কিন্তু ব্যাপারটা ওখানেই শেষ।” যদিও সুইজারল্যান্ডের বিপক্ষে কোন দল নামবে বা কে অধিনায়ক হবেন- তা পরিষ্কার করে বলেননি স্যান্টোস। তিনি বলেন, “আমি ম্যাচে নামার আগের মুহূর্ত অধিনায়ক ঠিক করি। কারা খেলবে তা এখনও জানি না। আমি এটাই করি। আজও সেটাই করব।”

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি