ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত টাইগারদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২, ৭ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১১:৪৩, ৭ ডিসেম্বর ২০২২

শক্তিশালি ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ জিতে দারুণ চাঙ্গা অবস্থায় রয়েছে বাংলাদেশ। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ বুধবার দ্বিতীয় ম্যাচ তথা সিরিজ জয়ের মিশনে নামছে বাংলাদেশ দল। 

ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়ে গিয়েছে। টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

জয়ের ধারাবাহিকতায় দ্বিতীয ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। আর এরমধ্য দিয়ে লিটনদের সামনে হাতছানি দিচ্ছে ৭ বছর আগের স্মৃতিও।

২০১৫ সালে প্রথমবার ভারতকে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ওই সময় ঢাকায় প্রথম ২ ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নিয়েছিল মাশরাফি বাহিনী।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি