ঢাকা, রবিবার   ০৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মিরাজের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২৭১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ৭ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৬:৩০, ৭ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

প্রথম ওয়ানডেতে ভারতকে অল্প রানে আটকে দিয়েছিল বাংলাদেশ। স্বল্প রানের টার্গেট দিয়ে টাইগাররা ব্যাটিং ব্যর্থতায় পড়েছিল। তবে মেহেদী হাসান মিরাজের নৈপুণ্যে অবিশ্বাস্যভাবে জয় তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতেও ব্যাটিং ধসে পড়ে টাইগাররা। মাত্র ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে লিটন দাসরা। এবারও দলের হাল ধরলেন মিরাজ। সেঞ্চুরি হাঁকিয়ে দলকে এনে দিলেন ২৭১ রানের বড় সংগ্রহ। 

৮৩ বলে ৮ চার ও ৪ ছক্কায় শতক হাঁকিয়ে অপরাজিত ছিলেন মিরাজ। তার আগে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৯৬ বলের ইনিংসটিতে ৭টি চার হাঁকান তিনি। নাসুম আহমেদ ১৮ রানে অপরাজিত ছিলেন।

এছাড়া এনামুল হক বিজয় ১১, লিটন দাস ৭, নাজমুল হোসেন শান্ত ২১, সাকিব ৮ এবং মুশফিক ১২ রান করেন। 
ভারতের ওয়াশিংটন সুন্দর ১০ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন। 

বাংলাদেশ একাদশ

এনামুল হক বিজয়, লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি