তিন উইকেট হারিয়ে চাপে ভারত
প্রকাশিত : ১৭:৪৩, ৭ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৮:২৮, ৭ ডিসেম্বর ২০২২
সিরিজ বাঁচানোর ম্যাচে রান তাড়া করতে নেমে চাপে পড়েছে ভারত। এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমানের পর তাদের ব্যাটিং লাইনআপে আঘাত হেনেছেন সাকিব আল হাসান।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বুধবার (০৭ ডিসেম্বর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪৬ রান। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয়ের জন্য ৩৮ ওভারে তাদের প্রয়োজন আরও ২২৬ রান।
২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ দিয়ে ইনিংস শুরু করেন বিরাট কোহলি। তার ব্যাটের ধার দেখে মনে হচ্ছিল আজ বড় কোনো ইনিংসই ভারতকে উপহার দেবেন তিনি। কিন্তু ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসা এবাদত সে সুযোগ দেননি কোহলিকে। এবাদতের করা শর্ট লেংথের পুল করতে গিয়ে ইনসাইড-এজে বোল্ড হন কোহলি। বলের গতিতে উপড়ে যায় স্টাম্প।
কোহলিকে হারানোর ধাক্কা সামনে না উঠতেই শিখর ধাওয়ানকে হারায় ভারত। তৃতীয় ওভার আক্রমণে আসা মুস্তাফিজুর রহমানের স্লো বাউন্সারে ভড়কে গিয়ে পয়েন্টে ক্যাচ তুলে নেন ধাওয়ান। ১০ বলে ১ চারের মারে তিনি ৮ রান করেন।
তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরার চেষ্টা করেন শ্রেয়াস আইয়ার ও ওয়াসিংটন সুন্দর। তবে তাদের জুটিকে স্থায়ী হতে দেননি সাকিব আল হাসান। ইনিংসের দশম ওভারে আক্রমণে এসেই সুন্দরকে মিডউইকেট লিটন দাসের ক্যাচে পরিণত করেন সাকিব। আইয়ারকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন লোকেশ রাহুল।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে সফরকারীদের প্রয়োজন ২৭২ রান। মাহমুদউল্লাহ ৭৭ রানে আউট হলেও মিরাজ অপরাজিত ছিলেন ১০০ রান করে।
এমএম/