ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ব্রুনো পেতকোভিচের গোলে সমতায় ক্রোয়েশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪১, ৯ ডিসেম্বর ২০২২

অবশেষে নেইমারের গোলে অচলায়তন ভাঙল ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর সেখানেই বাজিমাত নেইমারের। 

তবে ১২ মিনিট বাদেই পাল্টা আক্রমণে দুর্দান্ত এক গোল আদায় করে দলকে সমতায় ফেরালেন ব্রুনো পেতকোভিচ!

অবশেষে ১০৫তম মিনিটের মাথায় অপ্রতিরোধ্য ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকভিচকে পরাস্ত করেন ব্রাজিল সুপার স্টার। 

যার ফলে অতিরিক্ত সময়ের বিরতিতে যাওয়ার আগে উল্লাসে মাতে সেলেকাওরা।

অসাধারণ এক গোল করলেন নেইমার। অবশেষে গোল পেলো ব্রাজিল। মাঝমাঠ থেকে খেলা শুরু করেছিলেন নেইমারই। প্রথমে পাস খেলেন পেদ্রোর সঙ্গে। সেখান থেকে নেইমার বল পেয়ে দেন পাকেতাকে। পাকেতার থেকে পাস পেয়ে গোলকিপার লিভাকোভিচকে এক টোকায় কাটিয়ে বল জালে জড়ালেন নেইমার।

এর আগে ১০৩তম মিনিটে দুর্দান্ত সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়া। ফাঁকায় বল পেয়েও বারের উপর দিয়ে উড়িয়ে দিলেন ব্রোজোভিচ। সহজ সুযোগ হাতছাড়া হয় ক্রোয়েশিয়ার।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি