ডাবল সেঞ্চুরিতে কিষাণের রেকর্ড
প্রকাশিত : ১৫:১৯, ১০ ডিসেম্বর ২০২২
চট্টগ্রামে ঈশান কিষাণ খেললেন অসাধারণ এক ইনিংস। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে রূপ দিলেন ডাবল সেঞ্চুরিতে। সেটিও মাত্র ১২৬ বলে।
ওয়ানডে ইতিহাসে এখন এটিই দ্রুততম ডাবল সেঞ্চুরি। আগের রেকর্ডটি ছিল ক্রিস গেইলের, ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি।
সেঞ্চুরির পর আরও মারমুখী হয়ে ওঠেন ঈশান কিষাণ। তার মারমুখী ব্যাটিংয়ে অসহায় হয়ে পড়ে টাইগারার। অবশেষে তাসকিনকে তুলে মারতে গিয়ে লং অনে লিটন দাসের হাতে ধরা পড়েন তিনি। ১৩১ বলে ২১০ রানের রেকর্ড ইনিংস খেলার পর থামলেন ঈশান কিষাণ।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় ভারত।
শুরুতেই ভারত শিবিরে ধাক্কা দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। শেখর ধাওয়ানকে তিন রানে আউট করে শুরুটা ভালো করেছিল টাইগাররা। কিন্তু কোহলি ও কিষাণের ক্যাচ মিসের কারণে শুরুর ভালোটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। কোহলি-কিষাণের দুর্দান্ত ইনিংসে অনেক ভালো অবস্থায় আছে ভারত। কোহলিও করেছেন সেঞ্চুরি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে ৩৪৪ রান করেছে ভারত।
এমএম/