ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সেমিফাইনালে উঠেও শাস্তির মুখে মেসিরা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৯, ১০ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যাচের মধ্যে এবং পরে বিপক্ষের ফুটবলারদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। বিষয়টি ভালোভাবে নিচ্ছে না ফিফা। আর্জেন্টিনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করা হয়েছে।

ফিফা জানিয়েছে, আর্জেন্টিনার ফুটবলাররা নিয়মভঙ্গ করেছেন। তদন্তে দোষী সাব্যস্ত হলে কড়া শাস্তি হতে পারে লিওনেল মেসিদের!

শুক্রবার (৯ ডিসেম্বর) ম্যাচের শেষ দিকে দুই দলের ফুটবলাররা বারবার ঝামেলায় জড়িয়ে পড়েন। তাতে ভূমিকা ছিলো রেফারিরও। একের পর এক হলুদ কার্ড দেখানোর কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক সময় আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডসের রিজার্ভ বেঞ্চের সদস্যরা একে অপরের বিরুদ্ধে ঝামেলায় জড়িয়ে পড়েন। 

আর্জেন্টিনার মার্কোস আকুইনা একটি ফাউল মানতে না পেরে সপাটে নেদারল্যান্ডসের রিজার্ভ বেঞ্চের দিকে শট মারেন। তার পরেই দু’দলের ফুটবলারদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। মেসি নিজেও নেদারল্যান্ডসের কোচ লুই ফন গালের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। পেনাল্টি বাঁচিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পর ডাচ কোচকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস।

ম্যাচে রেকর্ড ১৬টি হলুদ কার্ড দেখানো হয়। সাধারণত কোনো দল পাঁচটি হলুদ কার্ড দেখলে তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করে ফিফা। এ ক্ষেত্রে আর্জেন্টিনার পাশাপাশি নেদারল্যান্ডসের বিরুদ্ধেও তদন্ত করা হবে। দুই দেশের ফুটবল সংস্থাকেই ১৬ হাজার ডলার জরিমানা করা হতে পারে। 

চলতি বিশ্বকাপে দু’বার সৌদি আরবকে জরিমানা করা হয়েছে। যদি আলাদা করে আর্জেন্টিনার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়, তা হলে জরিমানার অঙ্ক বাড়তে পারে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি