ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় ভিন্নধর্মী ফুটবল উৎসবে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৯, ১২ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১১:০৮, ১৩ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

প্রতিবছরের মতো এবারও মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এনজিওসিএ-২০২২ ফুটবল উৎসব। 

মালয়েশিয়ার নেগারি সিম্বিলান রাজ্য সরকারের আয়োজনে বাংলাদেশ হাইকমিশনের সার্বিক সহযোগিতায় এই উৎসবে অংশ নিয়ে চতুর্থ স্থান অর্জন করে বাংলাদেশ। 

এই উৎসবে ধানক্ষেতের মধ্যে কোথাও হাঁটু আবার কোথাও গোড়ালি সমান কাদা-পানিতে অনুষ্ঠিত হয় ফুটবল ম্যাচ। 

অংশ নেওয়া ১২৮ দলের মধ্যে একমাত্র ফরেন কান্ট্রি হিসেবে বাংলাদেশ এই টুর্নামেন্টে অংশ নিয়ে সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে বাংলাদেশ ১-০ গোলে সেহা এম্পায়ারের কাছে হেরে যায়। 

পুরস্কার হিসেবে ৫ হাজার রিঙিত ও ট্রফি বাংলাদেশ দলের খেলোয়াড়দের হাতে তুলে দেন নেগারি সিম্বিলানের মুখ্যমন্ত্রী দাতু সেরি আমিনুউদ্দিন হারুন। উৎসবে ৩১টি নারী ফুটবল দলও অংশ নেয়।

বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব জিএম রাসেল বলেন, “বাংলাদেশের ফুটবল দলকে মালয়েশিয়ানরা সমর্থন করেছেন। আগামীতেও আমরা অংশগ্রহণ করব, যেন বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্ক আরও তরান্বিত হয়।”

খেলায় বাংলাদেশ দলকে উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী রাসেদ বাদল, মালয়েশিয়া শ্রমিক লীগ সভাপতি নাজমুল ইসলাম বাবুল, রমজান, সাংবাদিক মোস্তফা ইমরান রাজু, বাপ্পি কুমার, মো. মনিরুজ্জামান, আরিফুজ্জামানসহ শতাধিক বাংলাদেশী।

খেলায় বাংলাদেশ দলের কো-স্পন্সর ছিল এনজেড ট্রাভেলস।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি