ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মঙ্গলবার চট্টগ্রাম টেস্টের টিকিট বিক্রি শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫১, ১২ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

আগামী বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া  বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম টেস্টে টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ নিয়ে টেস্ট খেলতে নামবে টাইগাররা।

মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সে প্রথম দুই ম্যাচ যথাক্রমে ১ উইকেট এবং ৫ রানে জিতে টাইগাররা। তৃতীয় ও শেষ ম্যাচে ২২৭ রানের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ।

চট্টগ্রাম টেস্টে টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা এবং সর্বোচ্চ মূল্য ১০০০ টাকা নির্ধারন করা হয়েছে। ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিট ১০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ২০০ টাকা, ক্লাব হাউজের টিকিট ৩০০ টাকা এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা করা হয়েছে। ছাদের ওপরে হসপিটালিটি বক্স এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য করা হয়েছে ১০০০ টাকা।

আগামীকাল থেকে টিকিট বিক্রি শুরু হবে। সাগরিকা ও এম এ আজিজ স্টেডিয়ামের  কাউন্টারে টিকিট পাওয়া যাবে। ঐ দুই জায়গায় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। ম্যাচের দিনের টিকিট স্টেডিয়ামে পাওয়া যাবে।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি