ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম টেস্টে সাকিবের খেলা নিয়ে শঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৪, ১৩ ডিসেম্বর ২০২২

চট্টগ্রাম টেস্টে ইনজুরির কারণে সাকিব আল হাসানের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। 

মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে মাঠে ফিরলেও অনুশীলন নামেননি সাকিব।

ভারতের বিপক্ষে ওয়াডে সিরিজের দ্বিতীয় ম্যাচে উমরান মালিকের বলে পিঠে আঘাত পেয়েছিলেন সাকিব। পরে এক্সরে রিপোর্ট ভালো আসলেও অস্বস্তিতে ভুগছিলেন তিনি। 

পেশিতে কোনো সমস্যা আছে কিনা, সেটি পরীক্ষা করতেই আজ হাসপাতাল যান এই অলরাউন্ডার। 
তবে, ধারণা করা হচ্ছে গুরুতর কোনো সমস্যা হবে না টাইগার অধিনায়কের। 

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার সাড়ে ৯টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি