ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ
প্রকাশিত : ১৬:০৮, ১৫ ডিসেম্বর ২০২২
ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ফলোঅনের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে সফরকারীদের ৪০৪ রানের জবাবে ৭৯ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে টাইগাররা। ফলোঅন এড়াতে আরও ১২৬ রান করতে হবে তাদের।
ভারতের প্রথম ইনিংসের ৪০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম বলেই বিদায় নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ সিরাজের করা ওয়াইড লেংথের বলে উইকেটরক্ষক রিশভ পন্তকে ক্যাচ দেন তিনি। ওয়ানডাউনে নামা ইয়াসির আলি এসেও ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। উমেশ যাদবের বলে ইনসাইড-এজ হয়ে স্টাম্প হারিয়ে ফেলেন তিনি। ফেরার আগে ১৭ বলে ৪ রান করেন ইয়াসির।
৩ উইকেট হারিয়ে ফেলার পর লিটন দাস ও জাকির হাসানের ব্যাটে আক্রমণ শুরু করে বাংলাদেশ। টাইগারদের সেই আক্রমণ বেশিক্ষণ স্থায়ী হয়নি। আশা-ভরসার পাত্র লিটন দাসকে ফিরিয়ে তাতে বাগড়া দেন ভারতের মোহাম্মদ সিরাজ। লিটন আউট হন ব্যক্তিগত ২৪ রানে। ৩০ বলে তার ইনিংসে ছিল ৫টি চারের মার। অভিষিক্ত জাকির হাসানও জ্বলে উঠতে পারেননি। ভালো ইনটেন্ট দেখিয়েও তিনি আউট সিরাজের বলে, ২০ রানে।
জাকিরের বিদায়ের পর মুশফিকুর রহিমকে নিয়ে কিছুটা সময় অতিবাহিত করেন সাকিব আল হাসান। ২৫ বল খেলে ৩ রান করে তিনি কুলদীপ যাদবের শিকারে পরিণত হন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৯৭ রান নিয়ে ব্যাট করছে বাংলাদেশ। মুশফিক ২৩ ও ১৬ রানে ব্যাট করছেন নুরুল হাসান সোহান।
এমএম/