ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ফ্রান্সের আরও তিন ফুটবলার অসুস্থ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৪, ১৭ ডিসেম্বর ২০২২

এবার জ্বরে পড়েছেন সেমিফাইনাল ম্যাচে ফ্রান্সের শুরুর একাদশে থাকা সেন্ট্রাল ডিফেন্ডার রাফায়েল ভারানে এবং ইব্রাহিমা কোনাতে। তাতে ফাইনালের আগে ফ্রান্সের মূল একাদশ নিয়ে চিন্তায় আছেন কোচ দেশম।

বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ, ইএসপিএন ইউকে’সহ একাধিক সংবাদ মাধ্যম। 

এর আগে দেশম দলটির রাইট উইঙ্গার ও রাইট ব্যাক পজিশনে খেলতে পারা বায়ার্ন মিউনিখের কিংসলি কোম্যানের জ্বর-ঠান্ডায় পড়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে নামার আগে জ্বর, গলা ব্যথা ও শারীরিক দুর্বলতায় বায়ার্ন মিউনিখে খেলা সেন্ট্রাল ডিফেন্ডার ডায়ট উপামেকানো ও জুভেন্টাসে খেলা মিডফিল্ডার আন্দ্রে র‌্যাবিওট খেলতে পারেননি।

সব মিলিয়ে দলটির গুরুত্বপূর্ণ পাঁচ ফুটবলার অসুস্থ।

ভারানের জ্বর-সর্দি কিছুটা কম বলে উল্লেখ করা হয়েছে। তবে ইব্রাহিমা রুম থেকে বের হননি। 

ছড়িয়ে পড়া ফ্লু সম্পর্কে ফুটবলারদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং আক্রান্তদের আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে। 

ফ্রান্স কোচ দেশম মনে করছেন, কাতারে হুট করে বেশি শীত নেমে যাওয়ায় এবং সবসময় এয়ার কন্ডিশনার চালু থাকায় ফুটবলাররা অসুস্থ হয়ে থাকতে পারেন।

তিনি বলেছেন, ‘আশা করছি শনিবারের মধ্যে উপামেকানো সুস্থ হয়ে যাবে। তবে দুর্বলতা কাটিয়ে ওঠা নিয়ে প্রশ্ন থাকছে। র‌্যাবিওট আজ (শুক্রবার) কিছুটা ভালো আছে। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় হোটেল থেকে বের হয়নি। দলে ফ্লুর মতো ভাইরাস সংক্রমণ হয়েছে, আমরা সতর্ক থাকার চেষ্টা করছি।’

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি