ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪

ভারতের বিপক্ষে উদ্বোধনী জুটিতে রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০১, ১৭ ডিসেম্বর ২০২২

ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে ১২৪ রান তুলে দেশের হয়ে রেকর্ড গড়েছেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান।

শান্ত-জাকিরের দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে ভারতের বিপক্ষে টেস্টে উদ্বোধনী জুটিতে প্রথম শতরানের দেখা পায় বাংলাদেশ।

ভারতের বিপক্ষে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের আগের সর্বোচ্চ রান ছিলো ৫৩। ২০১০ সালে চট্টগ্রামে বাংলাদেশের প্রথম ইনিংসে উদ্বোধনী জুটিতে ৫৩ রান করেছিলেন ইমরুল কায়েস ও তামিম ইকবাল।

ভারতের বিপক্ষে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের জুটি রেকর্ড গড়ার পথে ২৭৭ বল খেলেছেন শান্ত ও জাকির। জুটিতে ১৫৬ বল খেলে ৬৭ রান করেন শান্ত। জাকিরের অবদান ছিলো ১২১ বলে ৫৭ রান।

শেষ পর্যন্ত ৬৭ রানে ফিরলেও, সেঞ্চুরি তুলে ১০০ রানে থামেন অভিষেক টেস্ট খেলতে নামা জাকির।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি