ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ফাইনালের আগে ‘নির্ভার’ ফ্রান্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ১৮ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

পরপর দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি আছে মাত্র দুটি দলের। ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালি এবং পরে তাদের রেকর্ডে ভাগ বসায় ব্রাজিল। ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ল্যাটিন আমেরিকান জায়ান্টরা। এবার শিরোপা ধরে রাখার সঙ্গে সঙ্গে তৃতীয় দল হিসেবে তালিকায় নাম লেখাতে চায় ফ্রান্স। 

রোববার (১৮ ডিসেম্বর) রাতে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

খুব স্বাভাবিকভাবেই শিরোপা অর্জনের চেয়ে ধরে রাখাটাই বেশি কঠিন। বাড়তি চাপ নিয়ে খেলতে হয়। সেই যাত্রায় ফাইনাল পর্যন্ত চলে এসেছে ফ্রান্স। কিন্তু শেষ ম্যাচ নিয়ে প্রত্যাশার কোনো চাপ নিচ্ছে না ফরাসিরা। 

ফাইনালের আগে বেশ নির্ভার চ্যাম্পিয়ন দলটি। কোচ দিদিয়ের দেশম বলছেন, ‘ফাইনাল নিয়ে আমার বিশেষ কোনো উদ্বেগ নেই। কোনো চাপ অনুভব করছি না।’

ফ্রান্স কোচ যোগ করেন, ‘আপনি যখন এ ধরনের কোনো ম্যাচের জন্য প্রস্তুতি নেন, তখন আপনার মনোযোগ ধরে রাখতে হবে। সংযত থাকতে হবে। বিশেষ করে ফাইনালের মতো ম্যাচ যেখানে আপনি অনেক বাধা-বিপত্তি চ্যালেঞ্জ উতরে এসেছেন। আর শিরোপা উঁচিয়ে ধরতে আপনার সামনে শুধু একটি ম্যাচই আছে। এখন চাপমুক্ত থাকতে হবে।’

চোটের কারণে এই বিশ্বকাপে অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কেই দলে পাননি ফ্রান্স কোচ। তাদের মধ্যে ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমা অন্যতম। গুঞ্জন আছে, ফাইনালের একাদশে থাকতে পারেন বেনজেমা। 

যদিও বিষয়টি নিয়ে কথা বলতে চান না দেশম। তবু তাকে বলতে হলো, ‘আমি এ ব্যাপারে (বেনজেমার) কথা বলতে চাচ্ছি না।’

ফ্রান্স কোচ আরও বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগে ওর (বেনজেমার) ইনজুরি ও প্রথম ম্যাচের পর লুকাস হার্নান্দেজের ইনজুরির পর আমার কাছে ২৪ জন খেলোয়াড় আছে। আমি ওদের নিয়েই পরিকল্পনা সাজাই। ওদের ওপর আস্থা রাখি। ইনজুরিতে পড়া খেলোয়াড়কে নিয়ে কথা বলাটা ন্যায়সঙ্গত হবে না। ফাইনালে কে খেলা দেখতে আসবে কিংবা আসবে না সেটা আমার বিষয় নয়। আমি কেবল আমার দলে থাকা ২৪ জনকে নিয়েই ভাবছি এবং তারাই আগামীকাল (রোববার) আমার হাতে থাকবে।’

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি