ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শঙ্কা কাটিয়ে একাদশে দেশমের দুই সেরা অস্ত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৪, ১৮ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ফাইনালের আগে শেষবারের মতো অনুশীলনে দেখা যায়নি দুই খেলোয়াড়কে। যে কারণে শিরোপা নির্ধারনী ম্যাচে তাদের থাকা না থাকা নিয়ে ছিল অনিশ্চয়তা। অন্যদিকে, দলে ক্যামেল ভাইরাস হানা দেওয়ায় অসুস্থতার কবলে পড়েন বেশ কয়েকজন ফুটবলার।

তবে আর্জেন্টিনার বিপক্ষে কাতার বিশ্বকাপের ফাইনালে পূর্ণশক্তির একাদশই সাজিয়েছেন কোচ দিদিয়ের দেশম।

গোলবারের নিচে অনুমিতভাবেই থাকছেন অধিনায়ক হুগো লরিস। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে গোলকিপার হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়বেন তিনি। 

সেমিফাইনালে অসুস্থতার কারণে খেলা হয়নি উপামেকানোর। তার অনুপস্থিতিতে দুর্দান্ত পারফর্ম করেন ইব্রাহিম কোনাতে। বেশ কয়েকবার ফ্রান্সকে গোল হজম করা থেকে বাঁচিয়েছেন তিনি। কিন্তু ফাইনালে এসে কঠিন সিদ্ধান্ত নিতেই হলো দেশমকে। 

একাদশে আবারও উপামেকানোকে ফেরান তিনি। একইসঙ্গে ফেরানো হয় রাবিওকেও। অসুস্থতার কারণে তিনিও খেলতে পারেননি মরক্কোর বিপক্ষে ম্যাচে। শিরোপা ধরে রাখতে তার ওপরই আস্থা রেখেছেন দেশম।

আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্সের একাদশ

গোলরক্ষক: হুগো লরিস।
ডিফেন্ডার: জুল কুন্দে, রাফায়েল ভারানে, উপামেকানো, থিও এরনঁদেজ
মিডফিল্ডার: অঁতোয়ান গ্রিজমান, অহেলিয়ে চুয়ামেনি, রাবিও।
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে, অলিভিয়ের জিরুদ, উসমান দেম্বেলে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি