ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

বন্ধু মেসিকে অভিনন্দন জানালেন নেইমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬, ১৯ ডিসেম্বর ২০২২

বিশ্বকাপ জিতলেন লিওনেল মেসি, বন্ধুর এমন কীর্তির দিনে বসে থাকতে পারেননি নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মেসিকে অভিনন্দন জানিয়েছেন বন্ধু নেইমার।

বার্সেলোনায় থাকাকালে মেসি ও নেইমারের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠে। সেই বন্ধুত্বের বন্ধনে মেসিকে পিএসজিতে টেনে নেন নেইমার। যা আজও অটুট।

কোপা আমেরিকার ফাইনালের পর আরও একবার বিশ্বের সবাই তাদের বন্ধুত্বের সুন্দর একটি দিক দেখতে পেল। কোপায় সেবার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মেসির আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে হেরেও মেসিকে জড়িয়ে ধরে কান্না বিজড়িত চেহারায় অভিনন্দন জানিয়েছিলেন নেইমার।

এবার টুইটারে নেইমার লিখেছেন, ‘অভিনন্দন ভাই।’ 

বন্ধু যদি সাফল্য পায়, তাহলে তাকে শুভেচ্ছা জানানো স্বাভাবিক। মেসি-নেইমারের বেলাতেও হলো তাই।

নিশ্চয়ই মেসি ক্লাবে ফিরে নেইমারের এই অভিনন্দনের ধন্যবাদ জানাবেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি