ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বকাপ শিরোপা মেসির পাপ্য ছিল বললেন পেলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ১৯ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ব্রাজিলীয় কিংবদন্তী পেলে বলেছেন, লিওনেল মেসি বিশ্বকাপ শিরোপা জয়ের ‘দাবী রাখেন’। রোববার টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা শিরোপা জয়ের পর তিনি এই মন্তব্য করেন।

নিজের ইনস্টাগ্রাম পেইজে তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে লিখেছেন, ‘আজ থেকে ফুটবল তার গল্প বলে যাবে। বরাবরের মতো চিত্তাকর্ষক উপায়ে। উপযুক্ত দাবীদার হিসেবেই মেসি তার প্রথম বিশ্বকাপ শিরোপা জয় করেছেন। 

ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেরও প্রশংসা করেছেন পেলে। গতকাল অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে তার হ্যাট্রিকে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের ম্যাচটি ড্র হয়েছে। যে কারণে টাইব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচের ফলাফল।

পেলে বলেন,‘ আমার প্রিয় বন্ধু এমবাপ্পে, ফাইনালে চার গোল করেছে। এটি দেখা যে কত বড় উপহার..., যা ভবিষ্যতের খেলাধুলার জন্য দৃষ্টন্ত হয়ে থাকবে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি