ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা টেস্টে নাসুম, বাদ এবাদত-বিজয়-শরিফুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ২০ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ভারতের বিপক্ষে বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর। আর এ উপলক্ষ্যে শেষ টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন নাসুম আহমেদ।

বৃহস্পতিবার দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।  

চট্টগ্রাম টেস্টে দলে থাকলেও ঢাকায় থাকছেন না এবাদত হোসেন। পিঠের চোটের কারণে চট্টগ্রাম টেস্টের ২য় ইনিংসে একটি বলও করতে পারেননি এবাদত। 

এছাড়া বাদ পড়েছেন এনামুল হক বিজয় ও শরিফুল ইসলাম।

তবে দলে রয়েছেন তাসকিন আহমেদ। পিঠের ব্যথায় ভুগছেন সাকিবও। সেক্ষত্রে মিরপুর টেস্টে সাকিব বোলিং না করলে টেস্ট অভিষেক হতে পারে নাসুম আহমেদের। 

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দল হেরেছে ১৮৮ রানে। তাতে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে লোকেশ রাহুলের দল।

এদিকে, বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টও খেলতে পারবেন না ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্লিপে ফিল্ডিংয়ের সময় বাঁ-হাতের বুড়ো আঙুলের ইনজুরিতে পড়েন রোহিত। চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে পারেননি তিনি।

রোহিতের অনুপস্থিতিতে প্রথম টেস্টে ভারতের নেতৃত্বে ছিলেন ওপেনার লোকেশ রাহুল। দ্বিতীয় টেস্টে দলকে নেতৃত্ব দিবেন রাহুল।

ঢাকা টেস্টে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড-

জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি