ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বাংলাদেশে আসছেন মেসি-নেইমার-এমবাপ্পে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩১, ২১ ডিসেম্বর ২০২২

আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপার আক্ষেপ ঘোচানোর মধ্য দিয়েই শেষ হলো কাতার বিশ্বকাপ। আর বিশ্বকাপরে উন্মাদনা শেষ না হতেই বড় সুখবর দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশে আসবেন বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসি। সঙ্গে থাকবেন গোল্ডেন বুটজয়ী ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, আর ব্রাজিলিয়ান ‘পোষ্টার বয়’ নেইমার জুনিয়র।

মেসি ভক্ত বাংলাদেশি ফুটবল সমর্থকদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে মেসি-নেইমার-এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছেন বাফুফে। তবে এখনও সবকিছু চূড়ান্ত হয়নি।

মেসি-নেইমারদের ক্লাব পিএসজির বিপক্ষে ইংলিশ জায়ান্ট লিভারপুলকে বাংলাদেশে এনে তাদের মধ্যে একটি প্রীতিম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। সেখানেই আক্ষেপ ঘুচতে পারে বাংলাদেশের দর্শকদের।

উল্লেখ্য, কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপরে ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত খেলা ২-২ গোলের সমতা ছিল। এরপর অতিরিক্ত সময়েও স্কোরবোর্ড ৩-৩ ব্যবধানে সমতায় থাকলে খেলা টাইব্রেকারে গড়ায়।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি