ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সেই মোমিনুলেই ভরসা পাচ্ছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ২২ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

দুই উদ্বোধনী ব্যাটারকে হারিয়ে প্রথম সেশনটা শেষ করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় সেশনেই স্বাগতিকরা হারালো তিন গুরুত্বপূর্ণ ব্যাটারকে। মোট পাঁচ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলেছে বাংলাদেশ।

মাঝে মুগ্ধ করা ব্যাটিংয়ের ঝলক দেখিয়ে সেই দৃষ্টিকটুভাবেই আউট হয়ে ফিরেছেন লিটন দাস। তবে লড়ে যাচ্ছেন একজন- মোমিনুল হক সৌরভ। যিনি প্রত্যাবর্তন ম্যাচে ব্যাটে সৌরভ ছড়িয়ে দৃষ্টিনন্দন সব শট খেলে ইতোমধ্যেই তুলে নিয়েছেন ১৬তম হাফ সেঞ্চুরি। 

এখন ছুঁটছেন ক্যারিয়ারের দ্বাদশ শতক পানে। 

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নেমেছে বাংলাদেশ-ভারত। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনের তৃতীয় সেশনের খেলা চলছে। 

সেই পর্যন্ত ৬১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান জমা করেছে স্বাগতিকরা। 

মোমিনুল হক সৌরভ ৬৭ রানে এবং মেহেদী হাসান মিরাজ ৮ রান করে অপরাজিত আছেন।  

এনএস/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি