ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

পিএসজিতেই থাকবেন মেসি, চুক্তি বাড়ানোর ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৭, ২২ ডিসেম্বর ২০২২

মেসির বয়স ৩৫ ছুঁয়েছে। আশঙ্কা করা হচ্ছিল ইউরোপের নামিদামি ক্লাবে আর নাও খেলতে পারেন তিনি। বিশ্বকাপের মাঝে গুঞ্জন উঠেছিল যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন মেসি। তবে মেসির বিশ্বকাপ জয় এবং পারফরম্যান্স পরিস্থিতি পুরোপুরি পাল্টে দিয়েছে।

বিশ্বকাপ জয় করে দেশে ফিরে উৎসবের মাঝেই পিএসজির সঙ্গে মৌখিকভাবে চুক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন মেসি। ক্লাবে ফিরে আসার পরই নতুন চুক্তিতে সই করবেন তিনি। ইএসপিএনের বরাতে খবর, ফরাসি ক্লাবটির সঙ্গে নাকি অন্তত আরও এক মৌসুমের জন্য চুক্তি নবায়ন করবেন মেসি।

পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তি ২০২৩ সালের জুন পর্যন্ত। 'লা পারিসিয়ান' জানিয়েছে, বিশ্বকাপ চলাকালীন চুক্তি নিয়ে কথা বলেছে দুই পক্ষ। চুক্তির মেয়াদটা আরও এক বছর বাড়াতে একমত হয়েছে দুই পক্ষই। এতে ২০২৪ সাল পর্যন্ত মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবে পিএসজি।

অবশ্য মেসিকে নিয়ে আগেই আশার কথা শুনিয়েছিলেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। তিনি বলেছিলেন, তিনি খুব আত্মবিশ্বাসী যে মেসি লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সঙ্গেই থাকবেন।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি