ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

টেস্ট র‌্যাংকিংয়ে লিটনের ইতিহাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৩, ২৮ ডিসেম্বর ২০২২

টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে উঠে গেলেন লিটন কুমার দাস। আইসিসির সাপ্তাহিক হালনাগাদ র‌্যাংকিংয়ে তিনি দুই ধাপ এগিয়েছেন। লিটন এখন আছেন ১২ নম্বরে।

বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান কখনও এ পর্যন্ত যেতে পারেননি।

আইসিসি টেস্ট ব্যাটার র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে লিটন। বাংলাদেশের ২২ বছরের টেস্ট ইতিহাসেও যা সেরাদের সেরা।

লিটনের আগের সেরা ছিল ১৪তম, যৌথভাবে যা ছিল বাংলাদেশেরও সেরা। তামিম ইকবালের ক্যারিয়ার সেরা অবস্থানও ১৪। তবে ভারতের বিপক্ষে মিরপুরে ২৫ ও ৭৩ রানের ইনিংস দুটিতে নিজেকে ও তামিমকে ছাড়িয়ে লিটন উঠে গেছেন দেশের সবার ওপরে।

সাদা পোশাকের ক্রিকেটে গত বছর থেকেই দারুণ ছন্দে আছেন লিটন। বর্তমানে তিনি সব ফরম্যাটেই বাংলাদেশের অন্যতম ভরসার নাম।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি