ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

পিএসজির অনুশীলনে এমবাপ্পে-নেইমার, নেই মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৯, ২৮ ডিসেম্বর ২০২২

বিশ্বকাপের জন্য ৪৫ দিন বিরতি দিয়ে আবারও মাঠে গড়াচ্ছে ফ্রেঞ্চ লিগ ওয়ান। রাতে পিএসজির প্রতিপক্ষ স্ট্রাসবুর্গ।

বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় মাঠে গড়াবে ম্যাচটি। 

এরই মধ্যে প্যারিস সেন্ট জার্মেইয়ের অনুশীলনে যোগ দিয়েছেন তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে ও নেইমার। তবে, বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি এখনও আছেন ছুটিতে। 

১৬তম রাউন্ডের খেলায় থাকছেন না মেসি। কাতার বিশ্বকাপ নিয়ে আর্জেন্টিনায় ফেরা মেসি উদযাপনের জন্য আরও কিছুদিন ছুটিতে থাকতে চাইছেন। 

ধারণা করা হচ্ছে, ১১ জানুয়ারি প্যারিসে ফিরবেন মেসি। 

লিগ ওয়ানে ১৫ ম্যাচ শেষে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। ১৩ জয় আর ২ ড্রয়ে তাদের পয়েন্ট ৪১। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি